সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ০৬:৪৭:৫০

জানেন ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূত হয়?

 জানেন ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূত হয়?

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর গুরুত্ব অনেক বেশি। এসএসসি থেকে শুরু করে ব্যাঙ্ক, রেলওয়ের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিযতেও এ ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। 

এছাড়া এগুলি মানুষের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নি।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ডিম উৎপাদিত হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) সবথেকে বেশি ডিম উৎপাদিত হয়।

২) প্রশ্নঃ ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয়?
উত্তরঃ বেঙ্গালুরুতে (Bangalore) রেলের চাকা তৈরি হয়।

৩) প্রশ্নঃ জানেন কোন দেশে ঘুড়ি ওড়ানো বেআইনি?
উত্তরঃ আফগানিস্তান (Afghanistan) দেশে ঘুড়ি ওড়ানো বেআইনি।

৪) প্রশ্নঃ ফুচকাকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ ওয়াটার বল (Water Ball)।

৫) প্রশ্নঃ ভারতবর্ষে পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়।

৬) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গ্রন্থ কোনটি?
উত্তরঃ ‘শেষ লেখা’ হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গ্রন্থ।

৭) প্রশ্নঃ পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ কেজি হলে চাঁদে তার ওজন কত হবে?
উত্তরঃ ১০ কেজি হবে। কারণ চাঁদের ভর পৃথিবীর তুলনায় ৬ গুণ কম ।

৮) প্রশ্নঃ জানেন কোন মহাদেশে একটিও দেশ নেই?
উত্তরঃ আন্টার্কটিকা (Antarctica) মহাদেশে একটিও দেশ নেই।

৯) প্রশ্নঃ কোন ব্যক্তি পরীক্ষা পদ্ধতির আবিষ্কার করেন?
উত্তরঃ হেনরি ফিশেল (Henry Fischel) সর্বপ্রথম পরীক্ষা পদ্ধতির আবিষ্কার করেন।

১০) প্রশ্নঃ জানেন ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূত হয়?
উত্তরঃ বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland) থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোনের কারণেই মানুষের মনে প্রেম, কামনা, বাসনা, আবেগ ইত্যাদি অনুভূত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে