এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এর মাধ্যমে আপনি আপনার নলেজের পরিধিকেও বাড়িয়ে তুলতে পারেন। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি।
১) প্রশ্নঃ আপনি কি জানেন ১ যুগ সমান কত বছর?
উত্তরঃ ১ যুগ সমান ১২ বছর হয়ে থাকে।
২) পশ্চিমবঙ্গের মুকুট কাকে বলা হয়?
উত্তরঃ দার্জিলিংকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়।
৩) প্রশ্নঃ কালো মানুষের ত্বকে কিসের পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ মেলানিন নামক পদার্থ কালো মানুষের ত্বকে বেশি থাকে।
৪) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে ভিখারিদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে ভিখারির সংখ্যা সবচেয়ে বেশি।
৫) প্রশ্নঃ প্রশ্নঃ বাঘের সাথে সিংহের মিলনে কোন প্রাণীর জন্ম হয়?
উত্তরঃ বাঘ ও সিংহের মিলনে জন্ম হয় লাইগার (Liger) নামক একটি প্রাণীর। এদের শংকর প্রাণী বলা হয়।
৬) প্রশ্নঃ কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না?
উত্তরঃ আসলে মাছের চোখের পাতায় নেই।
৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে কতক্ষণ সময় লাগতো?
উত্তরঃ প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করতে হতো একটি ছবি তোলার জন্য।
৮) প্রশ্নঃ ভারতে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া হলো ভারতের মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য।
৯) প্রশ্নঃ একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারে?
উত্তরঃ প্রতি চার মাস অন্তর একজন সুস্থ মানুষ রক্ত দান করতে পারে।
১০) প্রশ্নঃ জানেন ক্রিকেট খেলার পিচ ২২ গজ হয়ে থাকে কেন?
উত্তরঃ ক্রিকেটে অনেক নিয়মে পরিবর্তন এসেছে কিন্তু পিচের মাপ ২২ গজের পরিবর্তন হয়নি। আসলে খেলোয়াড়দের বয়স অনুযায়ী ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয়ে থাকে। যেমন সিনিয়র খেলোয়াড়দের জন্য ২২ গজ, তেমনি অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে ২১ গজ, অনূর্ধ্ব-১১ ক্রিকেটে ১৯ গজ এবং অনূর্ধ্ব-৯ ক্রিকেটে ১৬ গজ হয়ে থাকে।