মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ০৯:০০:৩৭

জানেন বোতলের ঢাকনার রং লাল-নীল-কালো হওয়ার মানে কী?

জানেন বোতলের ঢাকনার রং লাল-নীল-কালো হওয়ার মানে কী?

এক্সক্লুসিভ ডেস্ক : সব বোতলজাত পানি কিন্তু এক নয়। এর মধ্যেও থাকে ভিন্নতা। আর এসব ভিন্নতা জানা যায় বোতলের ঢাকনার রং দেখে। সাধারণত বোতলের ঢাকনা লাল, নীল এবং সবুজ রঙের হয়ে থাকে। 

তবে বেশিরভাগই হয়ে থাকে নীল। চলুন বোতলের ক্যাপের রঙের মাধ্যমে বিভিন্ন ধরনের পানি কীভাবে চিনবেন সেটিই জেনে নেওয়া যাক।

ঢাকনা যদি নীল হয়
যখনই আপনি ট্রেন বা বাসে ভ্রমণের সময় একটি পানির বোতল কিনবেন, বেশিরভাগ পানির বোতলই নীল রঙের হয়। কিন্তু কেন এমন? 

নীল রঙের আড়ালে কি কোনো গল্প লুকিয়ে আছে? আসলে, এই রঙের পেছনে আসলে একটি গল্প আছে। পানির বোতলের ঢাকনার নীল রঙ ইঙ্গিত দেয় যে এটি মিনারেল ওয়াটার নাকি সরাসরি কোনো পানির উৎস থেকে পানি ভর্তি করা হয়েছে।

সাদা ও সবুজ ঢাকনা
আপনি বেশিরভাগ জায়গায় সাদা রঙের ঢাকনাসহ পানির বোতল পাবেন। এটি নিয়মিত পানির জন্য ব্যবহৃত হয়। একই সময়ে আপনি যদি সবুজ রঙের ঢাকনাযুক্ত একটি পানির বোতল কিনে থাকেন তবে এর অর্থ এই পানিতে কিছু অতিরিক্ত স্বাদ যুক্ত করা হয়েছে। 

কিছু ব্র্যান্ড আছে যারা তাদের বোতলের ক্যাপের রঙ আলাদা রাখে কারণ তাদের লোগোর রঙ। কিন্তু এই ব্র্যান্ডগুলো তাদের বোতলে লেখা পানির সমস্ত তথ্যও দেয়।

লাল, হলুদ, কালো, গোলাপী
লাল রঙের ঢাকনা মানে এই বোতলটি পরিষ্কার পানিতে ভরা। এর সাথে এই রঙিন ঢাকনাটি কার্বোনেটেড পানির জন্যও ব্যবহার করা হয়। 

একটি হলুদ ঢাকনাসহ একটি পানির বোতল মানে এতে ভিটামিন এবং ইলেক্ট্রোলাইট রয়েছে। কালো রঙের ঢাকনাযুক্ত বোতলটি ক্ষারীয় পানিতে ভরা। 

এই রংটি বেশিরভাগ প্রিমিয়াম পানি পণ্যগুলোর জন্য ব্যবহৃত হয়। গোলাপী রঙের ঢাকনাসহ পানির বোতল সম্পর্কে কথা বললে, এগুলো ক্যান্সার সচেতনতা এবং দাতব্য অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে