বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ০১:১৬:৫৭

৪ বিষয় মাথায় রাখুন নতুন ল্যাপটপ কেনার সময়

৪ বিষয় মাথায় রাখুন নতুন ল্যাপটপ কেনার সময়

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন ল্যাপটপ কেনার আগে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। ল্যাপটপ কেনার আগে নিশ্চয়ই খোঁজ খবর নেন কোনটি ভালো, কোনটির স্পেসিফিকেশন, ফিচার, আকার, ডিজাইন কেমন, কিংবা দাম। 

সবারই আলাদা আলাদা চাহিদা থাকে এবং প্রতিটি ল্যাপটপ নির্দিষ্ট ভোক্তাদের লক্ষ্য করেই বানানো হয়। এই কারণেই একই দামে গ্রাহকরা বিভিন্ন ফিচারের ল্যাপটপ দেখতে পাবেন।

যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য রইলো কিছু টিপস। নতুন ল্যাপটপ কেনার সময় অবশ্যই খেয়াল রাখুন ৫ বিষয়। জেনে নিন সেগুলো-

প্রসেসর এবং আরএএম
যে কোনো ল্যাপটপের প্রসেসরই এর ক্ষমতাকে সংজ্ঞায়িত করে এবং আরএএম মাল্টি-টাস্কিংকে নিশ্চিত করে। যারা বেশি ল্যাপটপ ব্যবহার করেন না তারা ৪/৮জিবি আরএএম ল্যাপটপ বা ৮জিবি আরএএম সহ একটি ল্যাপটপ কিনতে পারেন। 

শুধু ৮জিবি আরএএম প্রতিদিনের ব্যবহারের জন্য যথেষ্ট। যাদের অনেক কাজ করতে হয় তারা এরচেয়ে বেশি স্টোরেজের ল্যাপটপ কিনতে পারেন।

আকার
আজকাল বেশিরভাগ ল্যাপটপ ১৫.৬ ইঞ্চি স্ক্রিন সহ পাওয়া যায়। তবে এতে এমন অনেকগুলো সিস্টেম থাকে যা একটি ছোট ১৪ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। 

যাদের কাজের জন্য প্রচুর ভ্রমণ করতে হয় তারা ছোট ফর্ম ফ্যাক্টর বেছে নিতে পারেন। তবে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করলে বড় স্ক্রিন বেছে নেওয়া যেতে পারে।

স্টোরেজ
যত বেশি স্টোরেজ, তত ভাল ল্যাপটপ। ৫০০জিবি এবং ১টিবি হার্ড ডিস্ক ড্রাইভ সহ ল্যাপটপগুলি আজকাল সাধারণ দামেই উপলব্ধ। তবে ছোট লাইটওয়েট ল্যাপটপের সঙ্গে সলিড-স্টেট ড্রাইভ আরও জনপ্রিয়। 

সলিড-স্টেট ড্রাইভ দ্রুততার সঙ্গে কাজ করে কিন্তু প্রায়ই কম স্টোরেজ সহ উপলব্ধ এগুলোতে। তাই, ল্যাপটপ কেনার সময় প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বিবেচনা করা উচিত।

ব্যাটারি
একটি ভালো ব্যাটারি ছাড়া, আমাদের ল্যাপটপ ডেস্কটপেরই সামিল। ল্যাপটপে অন্তত ৪-৬ ঘণ্টা ব্যাটারি লাইফ থাকা উচিত।

ল্যাপটপ কেনার আগে, নির্দিষ্ট বাজেট ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে ল্যাপটপ খুঁজতে শুরু করার আগে নির্দিষ্ট দাম নির্ধারণ করা দরকার। 

এতে বাজেটের মধ্যে থেকেই বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তুলনা করা যায়। একাধিক ব্র্যান্ডের বিকল্প থাকায় বাজেট আমাদের পছন্দকে সীমাবদ্ধ করে না। সূত্র: মেক ইউজ অব

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে