এক্সক্লুসিভ ডেস্ক : একজন শিশু যখন প্রথমবার খাতায় কিছু লিখতে যায় তখনই তার হাতের রুল পেন্সিল ধরিয়ে দেওয়া হয়। এরপর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কলম দেওয়া হয়।
আমরা কমবেশি সকলেই নটরাজ রুল পেন্সিল ব্যবহার করেছি। তবে কখনো ভেবেছেন রুল পেন্সিলের মাথায় কালো রঙের অংশটি থাকে কেন? নিশ্চয়ই আপনি এ নিয়ে কখনো ভেবেছেন? যাইহোক এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো —
আসলে কোম্পানিগুলি যখনই কিছু নকশা বা ডিজাইন করে, এর পিছনে কোন না কোন কারণ অবশ্যই থাকে। আমরা প্রতিনিয়ত এমন অনেক কিছুই দেখি যার অর্থ বোঝার চেষ্টা করি না বা এড়িয়ে চলি। এর মধ্যে তেমন একটি হল সবচেয়ে জনপ্রিয় নটরাজের রুল পেন্সিলের পিছন অংশটা কালো রঙের থাকে।
অনেকে ভাববেন এটা কোন ডিজাইন, আসলে তা নয়, এর পেছনেও রয়েছে এক বিশেষ কারণ, যা জানলে আপনিও অবাক হবেন। লাল কালো নটরাজ পেন্সিলের মাথার অংশটি কিছুটা কালো থাকে।
আসলে এটি হলো একটি বানিজ্যিক রণনীতি (business strategy)। এর মাধ্যমে তাদের বিক্রির পরিমাণ অনেক গুণে বেড়েছে এবং তাদের এই আইডিয়াটা সফলভাবে কার্যকরী হয়েছে।
যখন পেন্সিলটি লিখতে লিখতে ছোট হয়ে আসে, তখন শিশুরা যাতে বুঝতে পারে এই কালো অংশটি শেষ এবং এরপর তাকে নতুন পেন্সিল ব্যবহার করতে হবে। যদিও কালো অংশটিতেও লেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবাই নতুন পেন্সিল ব্যবহার করা শুরু করে।
তবে শিশুদের রুল পেন্সিল ব্যবহার করতে দেওয়া হয় কেন এই বিষয়টিও অনেকেরই অজানা। মনোবিজ্ঞানীদের মতে, শিশুরা হামেশাই ভুল করে, তাই তাদের প্রথমে কলম না দিয়ে রুল পেন্সিল দেওয়া হয় যাতে ভুল করলে মুছতে পারে। এরপর বড় হলে তাদের কলম দেয়া হয়, যাতে তারা বুঝতে পারে আর ভুল করা যাবে না কিংবা ভুল করলে মুছতে পারবে না।