মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৭:০৫

মস্তিষ্কে স্মৃতি ধরে রাখা-মুছে ফেলার যন্ত্র!

মস্তিষ্কে স্মৃতি ধরে রাখা-মুছে ফেলার যন্ত্র!

এক্সক্লুসিভ ডেস্ক : মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্রের সাহায্যে হিরক রাজ্যে সবার মগজধোলাই হচ্ছিল।  এটি ছিল হিরক রাজার গবেষকের দীর্ঘ গবেষণার ফল।  খানিকটা সেরকমই যন্ত্র আবিষ্কার করলেন বিজ্ঞানীরা।।  সেই যন্ত্রে মস্তিষ্কে স্মৃতি ধরে রাখা ও মুছে ফেলা যাবে।  বাস্তবিকই মগজ ধোলাইয়ের রসায়ন আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা।  এবার মানুষের মস্তিষ্ক থেকে যাবতীয় স্মৃতি যখন ইচ্ছে মুছে ফেলা যাবে, আবার ইচ্ছে হলেই তা ফিরিয়ে আনা যাবে।

মস্তিষ্কের স্মৃতি ধরে রাখার জটিল রসায়নটি আবিষ্কার করেন সুইত্‍জারল্যান্ডের একদল চিকিত্‍সা বিজ্ঞানী।  চিকিত্‍শাস্ত্রে, বিশেষ করে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্তদের চিকিত্‍‌সায় এই আবিষ্কারকে এক যুগান্তকারী সাফল্য বলেই আখ্যা দিচ্ছেন বিশ্বের তাবড় চিকিত্‍সকরা।

সুইত্‍‌জারল্যান্ডের EPFL- (Ecole Polytechnique Federale de Lausanne) বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের স্মৃতি ধরে রাখা ও মুছে যাওয়ার রসায়নটি খুঁজে বের করতে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন।

তাদের মূল গবেষণার বিষয় ছিল, ঠিক কোন প্রক্রিয়ায় মস্তিষ্ক স্মৃতি জমা রাখে এবং ভুলে যায়।  বিজ্ঞানীদলের প্রধান উলফার্ম গার্স্টনার জানাচ্ছেন, এটি একটি জটিল প্রক্রিয়া।  নাম মেমরি অ্যাসেম্বলিজ।  মস্তিষ্কে নিউরোনের প্রচুর নেটওয়ার্ক আছে।  

বহু সিনাপসি (এক ধরনের নার্ভাস সিস্টেম, যার মাধ্যমে নিউরোন ব্রেনে সিগনাল পাঠায়)-এর সঙ্গে ওই নেটওয়ার্কগুলি যুক্ত।  এভাবে প্রত্যেকটি স্মৃতির অ্যাসেম্বলিজ তৈরি হয়।  যখনই মস্তিষ্ক কোনো স্মৃতি মনে করে, সেই স্মৃতির নির্দিষ্ট অ্যাসেম্বলিজ গোটা বিষয়টির জোগান দেয়।

ইঁদুরের ওপর বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে দেখেছেন, ইঁদুর যখন ঘুমোচ্ছে, কীভাবে তার মস্তিষ্কের প্রক্রিয়াগুলোর পরিবর্তন হচ্ছে।  ইঁদুরের মস্তিষ্কে সেই প্রক্রিয়া প্রয়োগ করে বিজ্ঞানীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন।

তাদের বক্তব্য, ওই একই প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে ফেলা যাবে কিংবা পুরনো স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব হবে অদূর ভবিষ্যতেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে