মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪১:৪৯

সাদা হনুর রংবাজিতে কাঁপছে নাগরাকাটার মানুষ!

সাদা হনুর রংবাজিতে কাঁপছে নাগরাকাটার মানুষ!

এক্সক্লুসিভ ডেস্ক : হনুমান হনু হলেও মুখ পোড়া নয়! গা নয় ধূসর বর্ণ। একবারে ধবধবে সাদা।  তাই বলে সাদামুখো বানর ভেবে বসারও কারণ নেই।

অ্যালবিনো সেই হনুমানের রঙবাজিতে ভীতসন্ত্রস্ত জলপাইগুড়ির নাগরাকাটার মানুষ।  একাবার একে কামড়ায়, তো আরেকবার তাকে।  একদিনে ১০-১২ জনের শরীরে দাঁত বসিয়েছে হনুমানটি।  ভারতের এক গণমাধ্যম এ খবর দিয়েছে।

স্বাভাবতই আতঙ্কিত হয়ে পড়েন নাগরাকাটার মানুষজন।  লোকলস্কর নিয়ে চলে আসে বনদফতর।  ফাঁদও পাতে কিন্তু ধুস! দিনের শেষে অধরাই থেকে যায় দুষ্টু হনুমানটি।

এর আগে কেউ তাকে চোখেও দেখেনি।  শনিবারই প্রথম দেখা।  জঙ্গলের পাশে ঘর-করা নাগরাকাটার মানুষ কস্মিনকালেও দেখেনি।  ভাবেওনি হনুমানের রং আবার সাদা হতে পারে।  তাই সাদা হনুমান দেখে কৌতূহলী হয়ে উঠেছিলেন তারা।

ভিড় জমান জঙ্গল থেকে বেরিয়ে আসা সেই হনুমান দেখতে।  বিপত্তি তাতেই। সম্ভবত উত্‍‌সুক ভিড় দেখেই মেজাজ বিগড়ে যায় হনুমানটির।  তার জন্যই সে কামড় বসায়।  বনকর্মীদের ধারণা তাই।

অভিযোগ পেয়ে ফাঁদ নিয়ে চলেও আসেন বনকর্মীরা।  কিন্তু এই গরমে ফাঁদ পেতে হা-পিত্যেশ করে বসে থেকে ধরতে পারেননি সাদা হনুমনাটিকে।  জেলা বনদফতর সূত্রে খবর, বনের হনুমান বনেই ফিরে গেছে।  হনুমানটি যে কয়েকজনকে ঘায়েল করেছে তা স্বীকার করে নেন বন আধিকারিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে