প্রাকৃতিক উপায়ে যেভাবে চুলপড়া রোধ করবেন
এক্সক্লুসিভ ডেস্ক: ছেলে হোক কিংবা মেয়ে মাথায় যদি চুল না থাকে তাহলে পুরো দুনিয়াটায় যেন অন্ধকার। বিশেষ করে তরুণ-তরুণীরা চুল পড়ার টেনশন নিয়ে সব সময়েই ব্যস্ত থাকেন। প্রতিটি মানুষের জন্য মাথার চুল সৌন্দর্যের অন্যতম অনুসঙ্গ। ছেলেদের মাথায় চুল নেই এমন কথা সবাই মেনে নিলেও মেয়ের মাথায় চুল নেই এমন এমনটি কি আর কেউ মেনে নিতে চায়? অথচ ঘরে বসে প্রাকৃতিক উপায়েই আপনার চুল পড়া অনেকাংশে কমে যেতে পারে।
তাহলে, প্রাকৃতিক উপায়ে কিভাবে চুলপড়া বন্ধ হবে? পরামর্শগুলো নিম্নরূপ-
গরম তেলের ট্রিটমেন্ট :
ক্যানোলা,জলপাই বা নারিকেল তেলের মতো প্রাকৃতিক তেল নিন,এবার উষ্ণ গরম করুন। গরম হওয়ার পর হালকাভাবে চুলের গোড়ায় ম্যাসেজ করুন,ঘন্টা খানেক অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক রস :
রসুন,আঁদা বা পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষতে পারেন। রাতে ঘুমুতে যাওয়ার আগে মাথায় দিলে সকালে তা ধুয়ে ফেলুন।
মাথা মালিশ করান :
দৈনিক মাথা মালিশ করতে পারেন,এতে মাথার ছালে রক্ত সঞ্চালন প্রক্রিয়া উৎদীপ্ত থাকবে এবং চুলের রসস্রাবী গ্রন্থিগুলো সক্রিয় হবে যা চুল পড়া বন্ধ করতে খুবই সহায়ক।
অ্যান্টি-অক্সিডেন্টস :
এক কাপ উষ্ণ-গরম পানিতে সবুজ চা মেশান। ঘণ্টা খানেক অপেক্ষার পর মাথার তালুতে আলতোভাবে মালিশ করুন। সবুজ চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া রোধ করে চুল লম্বা হতে সাহায্য করে।
মেডিটেশন করুন :
বিশ্বাস করুন আর নাই করুন,চুল পড়ার মুল কারণ হলো মানসিক চাপ ও টেনশন। তাই কোনোভাবেই টেনশনকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। জানি, এটা বলা যত সহজ করাটা ততো নয়। এ ব্যাপারে আপনি মেডিটেশনের সাহায্য নিতে পারেন। মেডিটেশন চাপ ও টেনশন কমাতে সাহায্য করে।