মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৮:৫৪

অস্ত্রধারী প্রাণী!

অস্ত্রধারী প্রাণী!

এক্সক্লুসিভ ডেস্ক : শিকারির হাত থেকে বাঁচার জন্য প্রকৃতি অনেক প্রাণীকেই এমনভাবে তৈরি করেছে, যাদের জন্ম থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা আছে৷ এদের বলা হয় অস্ত্রধারী প্রাণী। এরা দেখতেও অদ্ভুত। তবে একেকজনের ধরন একেক রকম৷

আর্মাডিলো
প্রাগৈতিহাসিক চেহারার এই প্রাণীর শরীরটি শক্ত হাঁড়ের পাত দিয়ে তৈরি৷ অথচ পেটটা খুবই নরম৷ এর নামটি স্প্যানিশ, যার অর্থ ‘অস্ত্রে সজ্জিত ছোট্ট প্রাণী’৷ শিকারির হাত থেকে বাঁচতে এরা নিজের দেহকে এমনভাবে গুটিয়ে ফেলে, মনে হয় একটি শক্ত বল৷

সজারু
সজারুর দেহে প্রায় পাঁচ হাজার কাঁটা রয়েছে৷ যখন শত্রুর আক্রমণ হয় তখন এরা নিজের মাথাকে পেটের মধ্যে এমনভাবে লুকিয়ে ফেলে দেখে মনে হবে একটা কাঁটার বল৷

কচ্ছপ
সমুদ্র ও নদীর কচ্ছপদের খোল হয় অনেক শক্ত৷ শিকারীরা যখন ধরতে আসে তখন অনেকেই এই শক্ত খোলের ভেতর আত্মগোপন করে৷

কুমির
হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম বলা হয় কুমিরকে৷ এদের দেহে রয়েছে শক্ত অস্থি আর হাড়ের সন্নিবেশ৷ চামড়ায় রয়েছে শক্ত কাঁটা৷ এছাড়া দুটি দীর্ঘ পাটিতে রয়েছে তীক্ষ্ণ দাঁতের সারি৷

প্যাঙ্গোলিন
এই প্রাণীর আটটি প্রজাতি রয়েছে, যেগুলো এখন বিলুপ্তির পথে৷ এরা একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের দেহে কেটাটিনের আবরণ রয়েছে৷ এই শক্ত খোল এবং মাংসের জন্য এদের শিকার করা হয়৷

গন্ডার
সম্প্রতি অবৈধভাবে গন্ডার পাচারের জন্য পত্রিকার শিরোনাম হয়ে উঠেছে এই প্রাণীটি৷ গন্ডারের আত্মরক্ষার প্রধান অস্ত্র এর শিং এবং এদের চামড়া এতটাই পুরু যে তা সহজে ভেদ করা যায় না৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে