মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৭:২৪

প্লেনে মোবাইল নিয়ে উঠলে যে ভুলটি কখনও করবেন না!

প্লেনে মোবাইল নিয়ে উঠলে যে ভুলটি কখনও করবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : যারা নিয়মিত প্লেনে ভ্রমণ করেন তারা এই ব্যাপারটায় বেশ অভ্যস্ত। প্লেনে বসার সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেস আপনাকে আপনার মোবাইল ফোনট এয়ারপ্লেন মোডে রাখতে বলবে। 

এমনকি সব ডিভাইস এয়ারপ্লেন মোডে রাখতে হয় ফ্লাইটে। অনেকেই তা করেন না। ভাবেন সবার ফোন এয়ারপ্লেন মোডে আছে আমারটা না থাকলে কি সমস্যা। আর এয়ার হোস্টেস তো জানতেও পারবে না।

তবে জানেন কি, কেন প্লেনে মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে রাখা জরুরি-
বিমানে চলাকালীন এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি স্মার্টফোনটিকে ফ্লাইট মোডে না রাখেন, তবে বিমানের নেভিগেশনে সমস্যা হতে পারে। যা ফ্লাইটে খারাপ প্রভাব ফেলতে পারে। 

এই নেভিগেশনের কাজ হলো বিমানকে পথ দেখানো। যদি বিমানের নেভিগেশনে সমস্যা দেখা দেয়, তবে এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ফলে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে।

ফোন থেকে আসা সিগন্যাল বিমানের ইলেকট্রনিক সিস্টেমটিকে খারাপ করে দিতে পারে। এতে বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। 

তাই টেক অফ হওয়ার আগেই সবাইকে বলা হয় ফোন সুইচ অফ করতে বা এয়ারপ্লেন মোড অন করতে। তাই পরের বার আপনি যখনই ফ্লাইটে উঠবেন, তখন আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখতে ভুলবেন না। সূত্র: দ্য ইকোনোমিকস টাইম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে