বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৩:০২

যে কৌশলে ঠেকাবেন মোটরসাইকেল চুরি

যে কৌশলে ঠেকাবেন মোটরসাইকেল চুরি

এক্সক্লুসিভ ডেস্ক : মোটরসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। চুরি ঠেকাতে চাই সচেতনতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এছাড়াও সাধের বাইকটি নিরাপদ রাখতে বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হবে। জানুন কী কী কৌশলে মোটরসাইকেল চুরি ঠেকাবেন।

মোটরসাইকেল চুরি ঠেকাতে তিনটি পরামর্শ
মোটরসাইকেল চুরি ঠেকাতে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যেকোনো একটি নিলেই চুরি রোধ সম্ভব। প্রথম পরামর্শ হচ্ছে, মোটরসাইকেলে অ্যালার্ম লাগানো। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে।

মোটরসাইকেলে অ্যালার্ম বাজলে ধরা পড়ার ভয়ে চোর সেটি চুরি করতে আগ্রহী হয় না। দ্বিতীয়ত, মোটর সাইকেলে লাগানো যেতে পারে জিপিএস ট্র্যাকার। এর মাধ্যমে খুব সহজে মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব।

আর তৃতীয়ত, উন্নত মানের ‘ডিস্ক লক’ ব্যবহার করা হলে সেটি ভাঙতে অনেক সময় লাগে। কারণ ওই ধরনের তালা লাগানো থাকলে চোর ঝুঁকি নিতে চায় না।

মোটরসাইকেল চুরি ঠেকাতে সতর্ক হোন
অনেকেই পার্কিং করার সময় মোটরসাইকেলের ‘হ্যান্ডল লক’ করে চলে যান। সেটা মোটেও নিরাপদ নয়। কারণ, এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করতে ৩০ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। আবার অনেকেই ‘ঢালাই তালা’ ব্যবহার করেন। এই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে লাগে দেড় মিনিট সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে