মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০২:২২

যেভাবে তুলবেন মোবাইল স্ক্রিনের স্ক্র্যাচ!

যেভাবে তুলবেন মোবাইল স্ক্রিনের স্ক্র্যাচ!

এক্সক্লুসিভ ডেস্ক : আধুনিকতার যুগে সকলেই মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেন। অনেকের বাড়িতেই আবার রয়েছে এলইডি টিভি। কিন্তু আমরা এই গ্যাজেটগুলির স্ক্রিন গুলিতে আমরা মাঝে মাঝে স্ক্যাচ পড়তে দেখা যায়। কিন্তু ঘরোয়া উপায়ে এই স্ক্যাচটি  খুব সহজেই  তুলে ফেলা যায়।

১, সকলের বাড়িতেই টুথপেস্ট থাকে। হাতে অল্প করে টুথপেস্ট নিয়ে নিন।

২, তারপর  এলএডি স্ক্রিন বা কম্পিউটারে যেখানে স্ক্যাচ পড়েছে সেখানে হাতের আঙ্গুল দিয়েই লাগিয়ে দিন। এবং অপেক্ষা করুন কয়েক মিনিট।

৩, তারপর  সেই স্ক্যাচ পড়ে যাওয়া জায়গাতেই টুথপেস্ট লাগানোর পর একটু বাজার চলতি যে পেট্রোলিয়াম জেলি গুলি আছে তা একটু লাগিয়ে দিন।

৪, এর পর অপেক্ষা করুন কয়েক মিনিট। কয়েক মিনিট পরই হালকা কাপড় দিয়ে এই জায়গাটি পরিস্কার করে ফেলুন। পরিস্কার করলেই দেখতে পাবেন দাগটি মুছে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে