৮০ ফুট উপরে উঠে গেল চলন্ত বাইক!
এক্সক্লুসিভ ডেস্ক : ছোট প্লেন নাকি কি পাখি এমনটাই ভেবেছিল বিদ্যুতের খুঁটির নিচ দিয়ে যাওয়া লোকজন। এ ধরনের প্রশ্ন শোনা গেছে প্রত্যেকের মুখে। কিন্তু কাছে গিয়ে দেখা গেল একটা আস্ত মোটরবাইক লটকে আছে ৮০ ফুট উপরে থাকা হাইটেনশন তারে। কিন্তু এমন আশ্চর্য ঘটনা কি করে?
হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে তার ওঠাতে গিয়েই ঘটে এমন বিপত্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের অম্বিকাপুর জেলার বাতুলিয়ায়। বিদ্যুতের তারগুলো এতোটাই ভারী যে, সেগুলো টেনে নিয়ে যেতে ট্রাক্টর ব্যবহার করা হয়।
রোববার এ কাজই চলছিল। খুঁটিতে তারের এক প্রান্ত লাগিয়ে অন্য প্রান্ত প্রায় ৬০০ মিটার দূরে অন্য খুঁটি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছিল একটি ট্রাক্টর। মাঝে সেই তার পড়েছিল পাশের হাইওয়েতে।
তখনই সেখান থেকে বাড়ি ফিরছিলেন বছর পঁচিশের রাজের টোপ্পো। যেই না বাইকের সামনের চাকা তারটি টপকে গেছে অমনি ট্রাক্টর চলতে শুরু করে। নিমেষের মধ্যে বাইকসহ রাজেশ ২০ ফুট উপরে ওঠে যায়।
রাজেশ জানান, আমি প্রাণপণে চিত্কার করছি তখন। কিন্তু ক্রমশ উপরে উঠছি দেখে শেষমেশ বাইক থেকে লাফিয়ে পড়ি। এতে সামান্য চোটও পেয়েছেন তিনি। রাজেশ লাফিয়ে পড়লেও বাইক তখনও তারের সঙ্গে আটকে উপরের দিকে উঠে যায়। ট্রাক্টর যখন থেমেছে ততক্ষণে প্রায় ৮০ ফুট উপরে উঠে গেছে রাজেশের বাইক।
এ ক্ষেত্রে অবশ্য ট্রাক্টর চালককে দোষারোপ করে লাভ নেই। কারণ একে তো তিনি ছিলেন প্রায় ৬০০ মিটার দূরে। তাই ট্রাক্টরের ইঞ্জিনের শব্দে তার পক্ষে অন্যান্য শ্রমিকদের চিত্কার শোনা সম্ভব ছিল না।
তবে এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। তারে আটকে থাকা বাইক দেখতে সেখানে ভিড় জমায় গ্রামবাসীরা। যাকে বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাহোক, রাজেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়।
কিন্তু তার বাইকটি এখনো তারেই লটকে রয়েছে। কীভাবে সেটি আবার ফিরে পাবেন তার উত্তর খুঁজছেন তিনি। সূত্র : এই সময়