এক্সক্লুসিভ ডেস্ক : বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়।
ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।
১) প্রশ্ন: কোন দেশে নীল জিন্স পরা উপর নিষেধাজ্ঞা আছে?
উত্তর: উত্তর কোরিয়া (North Korea)।
২) প্রশ্ন: বছরের কোন মাসে ২৮ তারিখ থাকে?
উত্তর: বছরের প্রতিটি মাসেই ২৮ তারিখ থাকে। অনেকে বিভ্রান্ত হয়ে ফেব্রুয়ারি বলেন।
৩) প্রশ্ন: পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত কারো অধীনে থাকেনি?
উত্তর: নেপাল (Nepal)।
৪) প্রশ্ন: ফেবিকল (febicol) যে বোতলে ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?
উত্তর: আসলে ফেভিকল বাতাসের সংস্পর্শে এলেই আটকে যায়।
৫) প্রশ্ন: বিশ্বের কোন দেশে কৃষিকাজ হয় না?
উত্তর: সিঙ্গাপুর (Singapore) এমন একটি দেশ যেখানে একটিও খামার নেই।
৬) প্রশ্ন: ওনাম (Onam) কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
উত্তর: কেরালা (ফসল কাটার উৎসব)।
৭) প্রশ্ন: ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১৯১১ সালে।
৮) প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন বর্ণটি?
উত্তর: ‘‘E’ (আর কম ‘Q’)
৯) প্রশ্ন: কাউকে রক্ত দান (blood donate) করার পর সেই রক্ত কতক্ষণের মধ্যে পূরণ হয়ে যায়?
উত্তর: ২৪ থেকে ৪৮ ঘন্টা।
১০) প্রশ্ন: ভারতে হীরার খনি (diamond mines) কোন কোন রাজ্যে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড় (Andhra Pradesh and Chhattisgarh)।
১১) প্রশ্ন: মাম্বা (mamba) কোন প্রজাতির জীব?
উত্তর: সাপ (ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে একটি)।
১২) প্রশ্ন: UPSC এর পূর্ণরূপ কি?
উত্তর: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)।
১৩) প্রশ্ন: ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তর: আরবাড়ি (Arvari)। রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য মাত্র ৯০ কিমি।
১৪) প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম রেললাইন কোনটি?
উত্তর: ট্রান্স সাইবেরিয়ান (Trans-Siberian), যা রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত বিস্তৃত।
১৫) প্রশ্ন: কোন জিনিস মেয়েরা পায় দুইবার আর ছেলেরা একবার?
উত্তর: পদবি – মিস/মিসেস (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)।