যে পাখির বাসার ভারে ভেঙে পড়লো গাছ!
এক্সক্লুসিভ ডেস্ক: পাখির বাসার ভারে গাছ ভেঙ্গে পড়েছে-ভাবা যায়? হবেই না কেন-সেই বাসার দৈর্ঘ্য যদি ২০ফুট আর প্রস্থ যদি হয় ১৩ ফুট। কি আশ্চর্য হলেন? ভাবছেন পাখির বাসা এত বড় হয় কিভাবে? আশ্চর্য হওয়ার মতো আরও তথ্য হলো এই বাসাটির ওজন ২ হাজার পাউন্ডেরও বেশি। এই বাসা ‘সোস্যায়েবল ওয়েভার’ নামের এক জাতের পাখি তৈরী করে থাকে।
পাখিদের এইরূপ বাসা প্রায় ১০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। বাসার উত্তরাধিকাররা বংশ পরম্পরায় এখানে বাস করতে থাকে। মোটা ঘাস, পাখির পালক, বাতাসে ভেসে আসা তুলো, খড়কুটো আর গাছের ডাল দিয়ে তৈরী এই বাসা ঝড় বৃষ্টিতে অক্ষুন্ন থাকলেও অনেক সময় মারা যায় আশ্রয়দাতা গাছটি। এমনকি বাসার ভারে ভেঙেও পড়ে।
আজব এই পাখির বাস দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। এই অঞ্চলে দিনের তাপমাত্রা যেমন প্রচণ্ড বেশি, রাতে তার উল্টো। তাদের এ বাসাই অতিরিক্ত গরম এবং ঠাণ্ডা থেকে সোস্যায়েবল ওয়েভারকে রক্ষা করে। একটি আস্তানায় সাধারনত তিনশ থেকে চারশো পাখি বাস করে। তবে ছোট ছোট কুঠুরিতে আলাদা আলাদা পরিবার বসবাস করে।