মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৯:৫৩

ছেলের খোঁজে ৪ লাখ কি.মি. পথ পাড়ি

ছেলের খোঁজে ৪ লাখ কি.মি. পথ পাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক: যেকোন বাবা-মায়ের কাছেই তার সবচেয়ে প্রিয় জিনিস হলো তার সন্তান। সন্তানের জন্য মা-বাবার ভালোবাসা অকৃত্রিম। পৃথিবীর চিরায়ত এই সত্যেকে আরো একবার প্রমান করে বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্তানহারা এক পিতা। রাস্তায় রাস্তায় ঘুরে ১৮ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে এখনও তিনি খোঁজে চলেছেন। এখন পর্যন্ত পাড়ি দিয়েছেন প্রায় ৪ লাখ কিলোমিটার পথ।

চীনের সামাজিক মাধ্যমে এ বিষয়টিই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত। মহান এই বাবার নাম গুও গ্যানট্যাং। বাড়ি চীনের শ্যানডন প্রদেশের লিয়াওচেংয়ে। তার গুণ্ড ঝেন নামের দুই বছরের সন্তানটিকে ১৯৯৭ সালের ২১ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
প্রত্যক্ষদর্শী এক মেয়ের ভাষ্য মতে, মধ্যবয়সী এক নারী গুও ঝেনকে তুলে নিয়ে যায়। এরপর ভগ্ন হৃদয় নিয়ে গুও গ্যানট্যাং তার জীবন উৎসর্গ করেন ছেলের সন্ধানে।
একমাত্র জিনজিয়ান ছাড়া চীনের সব প্রদেশেই তিনি খুঁজেছেন ছেলেকে। এই কাজে তিনি এ পর্যন্ত ব্যবহার করেছেন ১০টি মোটরসাইকেল। কেউ হয়তো দেখে চিনবে এমন আশায় গ্যানট্যাং তার মোটরসাইকেলের পেছনে সবসময় পতাকার মতো ঝুলিয়ে রাখেন তার প্রাণপ্রিয় ছেলে ঝেনের ছবি।

এককালে ভালোই আয় ছিল গুয়ো গ্যানটংয়ের। ছিলেন বেশ সুদর্শনও। কিন্তু এখন তার বিষণ্ন চেহারা। যেন ১৮ বছরের পথের ধুলোয় মলিন। তার শূন্য চোখ সাক্ষ্য দেয় প্রায় দু'দশকের সহ্য করা কষ্টের। ঝেন হারানোর পর গুয়ো পরিবার আজ পর্যন্ত কোনো পারিবারিক ছবি তোলেনি। ঝেনকে খুঁজে পাওয়ার পর আবার যখন তারা পূর্ণ পরিবারে রূপান্তরিত হবে তখনই আবার পারিবারিক ছবি তুলবে বলে সিদ্ধান্ত গ্যানটংয়ের।

সূত্র :অডিটি সেন্ট্রাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে