তবে একটি নয় ৯টি বাড়ি রয়েছে গাছির মাথার উপর। দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, বাড়িটির উচ্চতা ২০ মিটার। গত ১৬ এপ্রিল বাড়িটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়। তবে আপাতত ঐ বাড়ি গুলোতে কোন মানুষকে বসবাস করতে দেয়া হচ্ছে না। তবে কর্তৃপক্ষ পরবর্তিতে মানুষদের বসবাস করতে দেবে কিনা বিষয়েও নিশ্চিত ভাবে বলতে পারেনি।
পরিদর্শনের সুবিধার্থে বাড়িটির উভয় পাশে দুটি সেতু তৈরি করা হয়েছে। খুলে দেয়ার পর থেকেই গাছের উপরের ঘরগুলো এক নজর দেখার জন্য হাজারো মানুষ ভীড় করছে।
সূত্র: সিনহুয়া