মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৫:০৫

ডিলিট করা যাবে ভুল করে পাঠানো ম্যাসেজ!

ডিলিট করা যাবে ভুল করে পাঠানো ম্যাসেজ!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রিয়জনকে মেসেজ পাঠাতে গিয়ে তা ভুল করে পাঠিয়ে দিয়েছেন অন্য কাউকে। আর তার জেরে চিন্তায় ঘুম চলে যাওয়ার যোগার। ভাবছেন সব পর্দা এবার বুঝি ফাঁস হয়ে গেল। আর সেই চিন্তাতে আপনার ঘুম চলে যাওয়ার জোগার। ফোন ব্যবহার করে থাকলে আপনিও মাঝে মাঝে এমন বিপদের সন্মুখীন হয়েই থাকেন। আর এই বিপদ থেকে মুক্তির জন্য বাজারে আসল নয়া অ্যাপ। এবার এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার পাঠানো মেসেজকে ডিলিট  করতে করতে পারবেন।

এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি এই অ্যাপের মাধ্যমে ডিলিট করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে। নয়া এই অ্যাপটির নাম ‘রাকিম’। এই অ্যাপের সাহায্য আপনি নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন ভুল করে অন্যকে পাঠানো কোনও SMS। ডিলিট করার সঙ্গে সঙ্গে তা আপনার সেন্ডবক্স থেকে মুঝে যাবে, শুধু তাই নয়,  অন্য ব্যক্তির মোবাইলের ইনবক্স থেকেও মুছে যাবে আপনার পাঠানো SMS টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে