মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৩:২৫

সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?

সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষায় পাশ করা সহজ মনে হলেও ইন্টারভিউ ক্লিয়ার করা বেশ কঠিন বলে মনে করা হয়। আসলে যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। যদিও ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ রক্তে লোহিত কণিকার কাজ কি?
উত্তরঃ অক্সিজেন বহন করা।

২) প্রশ্নঃ কোন শিলার মধ্যে ভাঁজ দেখা যায়?
উত্তরঃ পাললিক শিলা।

৩) প্রশ্নঃ কোন কাল্পনিক লেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
উত্তরঃ বিষুব রেখা।

৪) প্রশ্নঃ কোন প্রাণীটি দাঁড়িয়ে ঘুমায়?
উত্তরঃ ঘোড়া।

৫) প্রশ্নঃ এইডস রোগ হলে আক্রান্ত হলে দেহের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয় প্রথমে?
উত্তরঃ শ্বেত কণিকা।

৬) প্রশ্নঃ যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?
উত্তরঃ বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি হয়ে।

৭) প্রশ্নঃ বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তরঃ লাল, নীল ও সবুজ।

৮) প্রশ্নঃ পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুন বড়?
উত্তরঃ ১৩ লক্ষ গুণ।

৯) প্রশ্নঃ ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে?
উত্তরঃ অ্যাড্রিনালিন।

১০) প্রশ্নঃ বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি?
উত্তরঃ নাইট্রোজেন।

১১) প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

১২) প্রশ্নঃ সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
উত্তরঃ ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।

১৩) প্রশ্নঃ আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং একজন বিজ্ঞানী ছিলেন, যিনি পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন।

১৪) প্রশ্নঃ কোন শাসকদের সময়কালে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ তুর্কি।

১৫) প্রশ্নঃ কোন সেই চরম মুহূর্ত যখন মেয়েরা তাদের পা উপরে তুলে দেয়?
উত্তরঃ কোনও উঁচু জায়গায় ওঠার সময় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে