এক্সক্লুসিভ ডেস্ক : সোনা অতি মূল্যবান ধাতু। এটা কে না জানে? এ নিয়ে কম যুদ্ধ তো হলো না। আমেরিকার কত কত আদিবাসী জনগোষ্ঠী শুধু বিলীন হয়েছিল, তাদের ভূমির তলায় সোনার খনি থাকায়।
এখনো সোনার দামের দিকে নজর থাকে সবার। আহা! তারা যদি পারত পৃথিবীর পেটে অভিযান চালাতে।
ডিসকোভার ম্যাগাজিনের দেওয়া তথ্যমতে, পৃথিবীর পেটে মানে কেন্দ্রে কাছাকাছি পৌঁছাতে পারলেই কেল্লাফতে। পৃথিবীতে প্রাপ্ত মূল্যবান ধাতুর ৯৯ শতাংশেরই মজুত ওখানে। বলা যায়, সত্যিকারের এল ডোরাডো।
এই এক এল ডোরাডো নিয়ে কত আখ্যান আছে পৃথিবীতে। অথচ সবখানেই আছে এই এল ডোরাডো; সবার পায়ের তলায়।
কত সোনা আছে পৃথিবীর পেটে? ডিসকোভার জানাচ্ছে—এত সোনা যে, তা দিয়ে গোটা পৃথিবী মুড়িয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, গোটা পৃথিবীকে দেড় ফুট পুরু পরত দেওয়ার মতো সোনা আছে পৃথিবীর পেটে। সূত্র: রিডারস ডাইজেস্ট