এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারভিউ চলাকালীন অনেক প্রার্থী এমন প্রশ্নের মুখোমুখি হয় যা শুনে তারা সহজেই ঘাবড়ে যান তবে আপনিও যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে এর উত্তর অবশ্যই খুঁজে পাবেন।
বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলির সম্পর্কে কিছুটা ভিন্নভাবে চিন্তা করলেই উত্তর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।
১) প্রশ্নঃ বৈদ্যুতিক প্রবাহ সনাক্ত করার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্যালভানোমিটার (Galvanometer)।
২) প্রশ্নঃ সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম কী?
উত্তরঃ সাগরদ্বীপ (Sagardwip) হলো সুন্দরবনের বৃহত্তম দ্বীপ।
৩) প্রশ্নঃ রাজ্যপালকে শপথ গ্রহণ কে করান?
উত্তরঃ হাইকোর্টের প্রধান বিচারপতি।
৪) প্রশ্নঃ ভারতের জাতীয় জলপথ-১ (NW-1) কোন দুটি শহর পর্যন্ত বিস্তৃত?
উত্তরঃ উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত।
৫) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় (Nalanda University) কার রাজত্বকালে তৈরি হয়েছিল?
উত্তরঃ প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে দেশ বিদেশের ছাত্ররা পড়াশোনা করতে আসত।
৬) প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন?
উত্তরঃ স্কন্দগুপ্ত (Skandagupta), যিনি ভারতের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন।
৭) প্রশ্নঃ বর্ষাকালে একটানা কমপক্ষে ১৫ দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কী বলা হয়?
উত্তরঃ পূর্ণ খরা।
৮) প্রশ্নঃ কোন দিল্লি সুলতানের আমলে স্বাধীন বাহমনী সাম্রাজ্যের (Bahmani Empire) উদ্ভব হয়?
উত্তরঃ মুহাম্মদ বিন তুঘলকের আমলে স্বাধীন বাহমনী সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল।
৯) প্রশ্নঃ গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে?
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি (Fossil fuels)।
১০) প্রশ্নঃ ১ কেজি লোহার থেকে ১ কেজি তুলা কখন বেশি ভারী হয়?
উত্তরঃ যদি সেই ১ কেজি তুলা জলে ভিজে যায় (ইন্টারভিউতে এ ধরনের প্রশ্নগুলি করা হয় প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য)।