আবার ক্ষেপেছে কান ছিঁড়ে নেয়া বীর হনুমানটি
এক্সক্লুসিভ ডেস্ক : আবার ক্ষেপেছে কান ছিঁড়ে নেয়া সেই বীর হনুমানটি। অবশ্য তার দলে রয়েছে আরো চার চারটি হনুমান। হনুমানের তাণ্ডবে যখন হুগলির কামারপুকুর চটির ফল ব্যবসায়ীদের জীবন ওষ্ঠাগত, তখন পঞ্চায়েত সমিতির সভাপতিকে গণঅভিযোগ দায়ের করার পরামর্শ দিলেন আরামবাগের ফরেস্ট রেঞ্জার নির্মলেন্দু মণ্ডল৷
মাস দেড়েক ধরে হুগলির কামারপুকুরে গোটা পাঁচেক হনুমান প্রথমদিকে ফলমূল নিয়ে চম্পট দিলেও কিছুদিন আগে এক ব্যবসায়ীর ওপর চড়াও হয়ে তার একটি কান ছিঁড়ে নেয় বীর হনুমানটি৷
দীর্ঘদিন কামারপুকুর ও বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যবসায়ী৷ দিন কয়েক আগে নয়নতারা বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের টিফিনের সময়ে হামলা করে হনুমানগুলো৷ অভিযোগ, এ ব্যাপারে বারবার বন দপ্তরে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি৷
সম্প্রতি ফের গোঘাট ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডলের দ্বারস্থ হন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা৷ আতঙ্কের কথা তারা জানান জনপ্রতিনিধিকে৷
ব্যবসায়ীরা জানান, দোকান খোলা রাখলেই ফলমূল নিয়ে পালাচ্ছে হনুমানগুলো, বাধা দিতে পারছেন না আক্রান্ত হওয়ার আশঙ্কায়৷ দোকান বন্ধ রাখায় স্থানীয় লোজজনের সমস্যা তো হচ্ছেই, ব্যবসায়ে ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি৷
পরে বন দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলেন তপনবাবু৷ তিনি জানান, এ বিষয়ে বন দপ্তর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে৷ কী আশ্বাস দিয়েছেন বনাধিকারিক? নির্মলেন্দু মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আগেও ওই এলাকায় গিয়েছি, অভিযোগ শুনেছি৷
ওঁদের আমি বলেছি, একটি গণঅভিযোগ করাতে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারি৷ চেষ্টা করছি সমস্যা সমাধান করার৷