মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৬:৪৬

এবার চালক ছাড়াই চলবে ট্রেন

এবার চালক ছাড়াই চলবে ট্রেন

এক্সক্লুসিভ ডেস্ক : এবার চালক ছাড়াই দ্রুতগতিতে চলবে ট্রেন।  চালকদের জন্য কোনো আলাদা কেবিনও থাকবে না।  সব কামরাতেই উঠতে পারবে যাত্রীরা।   চালকবিহীন মেট্রো চলবে ভারতের দিল্লিতে।  

বেশিদিন অপেক্ষা নয়।  ফেজ থ্রি-তে যে মেট্রো চলবে তাতেই থাকবে এ নয়া ব্যবস্থা।  অত্যাধুনিক কোচ ও সিগনালিং ব্যবস্থাও রাখা হবে মেট্রোতে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও কমবে অনেকটাই।  আত্মহত্যা রুখতে ৬৮টি স্টেশনে প্লাটফর্মে থাকবে ‘স্ক্রিন ডোর’।
মোট ৬ টি কামরায় ২৪০ জনের বসার ব্যবস্থা থাকবে ট্রেনে।

চালকের কোনো কামরা লাগবে না।  নয়া প্রযুক্তির এ ব্যবস্থার প্রায় ৬০ শতাংশ কাজ শেষ।  আগের থেকে আরো দ্রুত গতিতে চলবে এই ট্রেন। -

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে