মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪, ০৫:০৮:৫৪

বিরিয়ানির স্বাদ বাড়ানোর গোপন কৌশল

বিরিয়ানির স্বাদ বাড়ানোর গোপন কৌশল

এক্সক্লুসিভ ডেস্ক : এ উপমহাদেশের মানুষের কাছে নানা রকম খাবারের ভিড়ে সবচেয়ে বেশি সমাদৃত বিরিয়ানি। মুখরোচক এ খাবারের স্বাদ নিয়ে কোনো কথা বলাই বাহুল্য। 

তবে অনেক সময় বাড়িতে বিরিয়ানি তৈরি করতে গেলে বিপাকে পড়তে হয় অনেককেই। ঠিক কোথায় যেন একটু গরমিল থেকেই যায়।স্বাদে পরিপূর্ণতা আসে না ঠিকঠাক। 

জেনে নিন বিরিয়ানির স্বাদ বাড়ানোর গোপন কৌশলগুলো-

১. চাল ভিজিয়ে রাখা : রান্নার আগে বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত। এটি করলে ভাতকে নরম হওয়া থেকে অনেকটা বাঁচানো যায়। রান্নার সময় চালের পানি শোষণ করার ক্ষমতা কমাতে সাহায্য করে। ফলে বিরিয়ানি আঠালো বা একেবারে নরম হয় না।

২. ভাত বেশি সময় নিয়ে রান্না না করা : ভাত বেশি সময় ধরে রান্না করবেন না। যখন চাল সিদ্ধ করছেন, তখন অতিরিক্ত সিদ্ধ করবেন না। প্রায় পাঁচ মিনিট ফুটানোর পর চামচ ব্যবহার করে কিছু চাল বের করে নিন।

সব চাল অর্ধেক সিদ্ধ বা কিছু কাঁচা রয়েছে কি না তা পরীক্ষা করে দেখুন। এর ফলে সঠিক মাত্রায় চাল সিদ্ধ হবে। ভাত গলে যাবে না।

৩. লেবুর রসের ব্যবহার : কেউ কেউ ভাত রান্না করার সময় লেবুর রসও ব্যবহার করেন। এতে চাল একটার সঙ্গে আরেকটা লেগে যায় না।

লেবুর রস ছাড়াও ‘হাণ্ডি’ বা পাত্রের নিচে তেজপাতা রাখতে পারেন। তবে নিচের অংশে রাখার জন্য খুব বেশি তেজপাতা ব্যবহার করবেন না। কারণ তেজপাতার ঘ্রাণ প্রবল হয়ে বিরিয়ানিতে আসতে পারে।

৪.পরিমাপ অনুযায়ী দই : মেরিনেশনে ব্যবহৃত দইয়ের পরিমাণ খুব বেশি হওয়া উচিত নয়। দই বেশি হলে রান্নার সময় ভাত তলানিতে লেগে যেতে পারে। তাই সঠিক পরিমাপ বজায় রেখে দইয়ের ব্যবহার করবেন।

৫. বিরিয়ানির পাত্র বড় হওয়া উচিত : বিরিয়ানি রান্নার পাত্রটি যথেষ্ট বড় হওয়া উচিত, যাতে এটি রান্নার জন্য ভাতকে যথেষ্ট জায়গা দেয়। না হলে বিরিয়ানি নিচে লেগে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে