বুধবার, ০৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০০:৩৮

এই ৮ ধরনের মানুষকে এড়িয়ে চললে আপনি সফল হবেনই

এই ৮ ধরনের মানুষকে এড়িয়ে চললে আপনি সফল হবেনই

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকের কাছে সাফল্য মানে টাকা, কেরিয়ারে উন্নতি। অনেকে চান সুন্দর পরিবার। আবার অনেকের কাছে সাফল্য মানে শান্তিপূর্ণ, ঝামেলাহীন জীবন। 

আপনার সাফল্যের সংজ্ঞা যা-ই হোক না কেন, তাতে বাধা আসার পদ্ধতি কিন্তু একই ধরনের। অনেক সময়ে আমাদের আশেপাশের মানুষদের আচরণই আমাদের ব্যর্থতার কারণ হয়ে ওঠে। 

তাদের জন্য আমরা প্রত্যক্ষভাবে প্রভাবিত হই। আর তার ফলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। কেমন মানুষদের কথা বলা হচ্ছে?

সেই মানুষ আপনার সহকর্মী, আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে। এদেরই আচরণে আপনার মন অস্থির হতে পারে। তাই এমন মানুষদের জীবন থেকে দূর করে দিন।

এই ৮ ধরনের মানুষকে এড়িয়ে চললে আপনি সফল হবেনই! সফল হতে চাইলে এই ৮ ধরনের মানুষ এড়িয়ে চলুন:

১. কথার খেলাপ করেন যারা : কথা দিয়ে তা রাখেন না, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন।

২. টাকার গরম দেখান এমন মানুষ : কেউ দেখা হলে খালি নিজের টাকার গল্প শোনাতে থাকেন? এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের বাদ দিন।

৩. সব কথায় না বলেন যারা : সব কথার যারা নেতিবাচক জবাব দেন, তাদের জীবন থেকে বাদ দিন। এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে। 

৪. পরচর্চা করেন যারা : অন্যের সমালোচনা করতে থাকেন, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এতে আপনার সময় ও স্বভাব নষ্ট হয়।

৫. ইয়ার্কির সীমা পার করেন এমন ব্যক্তি : যারা মজা বা 'রোস্ট' করার ছলে আপনাকে অপমান করেন, তাদের জীবন থেকে বাদ দিন। মজা করারও একটি সীমা থাকে।

৬. পরিবারের সমালোচনাকারী : আপনার পরিবারের সদস্যদের সম্মান করেন না, এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার জীবনসঙ্গী, মা-বাবা, ভাইবোনদের নিয়ে খারাপ কথা বলা ব্যক্তিদের এড়িয়ে যান।

৭. কথার খুঁত ধরেন যারা : অনেকে কথার খুঁত ধরেন। সাধারণ কথার মধ্যেও ভুল-ত্রুটি বের করেন। এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। ভাল থাকবেন।

৮. মিথ্যা কথা বলেন : মিথ্যাবাদী ব্যক্তিদের জীবন থেকে বাদ দিন। যদি কোনও ব্যক্তির বারবার মিথ্যা বলার প্রমাণ পেয়ে থাকেন, তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে