মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩১:৪০

জেব্রার অভিনব ঘটনা প্রত্যক্ষ করলো বাসিন্দারা

জেব্রার অভিনব ঘটনা প্রত্যক্ষ করলো বাসিন্দারা

এক্সক্লুসিভ ডেস্ক : একটি অভিনব ঘটনা প্রত্যক্ষ করেছে বেলজিয়ামের ব্রাসেলস শহরের বাসিন্দারা। তিনটি জেব্রা হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে বেড়িয়েছে। শহরের উপকণ্ঠের একটি খামার থেকে পালিয়ে আসার পর তারা চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে ছুটে বেড়ায়। এমনকি জেব্রা তিনটিকে এক পর্যায়ে রাস্তায় জেব্রা ক্রসিং-এর ওপর দিয়েও দৌড়ে যেতে শুরু করেছে।

শহরের লোকজন বলছে, তারা যেনো বিনে পয়সায় সাফারি দেখার সুযোগ পেয়ে গিয়েছিলো। পরে তাদেরকে ধরতে অভিযানে নামে পুলিশ এবং শেষ পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়। জেব্রা তিনটির মালিকের একজন বন্ধু বলেছেন, জেব্রাগুলোর মন কিছুটা খারাপ ছিলো। কারণ খামারে তাদের সাথে থাকা আরো কয়েকটি প্রাণীকে তাদের মালিক বিক্রি করে দিয়েছিলো।

তিনি বলেন, ‘কয়েকটি ঘোড়া বিক্রি করে দেওয়া হয় এবং তখনই সেখানকার অন্যান্য জেব্রার মাথা খারাপ হয়ে যায়। তারপর তারা খামারের গেট পায়ে মাড়িয়ে রাস্তায় পালিয়ে যায়।’

তবে সুখবর হচ্ছে যে, সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো দুর্ঘটনা হয়নি। এমনকি জেব্রা তিনটিও অক্ষত ছিলো। এদিকে, কানাডার টরেন্টো শহরে ছোট আকারের একটি ভালুক জাতীয় প্রাণী একটি ক্রেন বেয়ে দুশো মিটার উপরে ওঠে যায় এবং অ্যামেরিকার ওয়াশিংটনে মৌমাছি ভর্তি একটি লরি উল্টে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে