মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫১:৩০

হারানো ফোন খুঁজে দেবে গুগল!

হারানো ফোন খুঁজে দেবে গুগল!

এক্সক্লুসিভ ডেস্ক: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সার্চ দিলে কি না পাওয়া যায়। তাই বলে হারিয়ে যাওয়া ফোন! গুগলে সার্চ দিলে যখন সব বিষয়ের তথ্যই মিলছে, আর হারানো ফোনের মিলবে না! যারা মনের ভুলে মোবাইল ফোন এখানে-সেখানে ফেলে আসেন তাদের আর চিন্তা করণ নেই। এখন থেকে আপনার সেই হারনো ফোনটি খুঁজে দেকে গুগোল।

সম্প্রতি গুগল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েডচালিত ফোন ট্র্যাক করার ও সহজে খুঁজে বের করার জন্য একটি সুবিধা চালু করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনে গুগল অ্যাপের নতুন সংস্করণটি ডাউনলোড করে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ‘ফাইন্ড মাই ফোন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

এই সুবিধা ব্যবহার করে আপনি আপনার হারানো ফোনে কল দিতে পারবেন। তাছাড়া ফোনটি কোথায় আছে সে অবস্থানটি ম্যাপের মাধ্যমে দেখাবে গুগল।

গুগলের এই সুবিধা এখন কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাচ্ছেন। এর আগে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার নামের একটি সুবিধা রেখেছিল যাতে ডেস্কটপ ড্যাশবোর্ড থেকে এ ধরনের ফিচার ব্যবহারের সুবিধা ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বা ট্যাব থেকেও গুগল অ্যাপের মাধ্যমে ফোন খোঁজা যাবে। অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা অবশ্য ‘ফাইন্ড মাই ফোন’ অ্যাপটির মাধ্যমে হারানো ফোন খুঁজে পাওয়ার সুবিধাটি পান। অ্যাপল ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা আইক্লাউড অ্যাকাউন্ট থেকে ফোনে কল দেওয়া বা ম্যাপের মাধ্যমে ফোনের অবস্থান বের করতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে