এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেট যুগে জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রামসহ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া চলাই যায় না। বহুমাত্রিক সোশ্যাল মিডিয়া অ্যাপ বাড়ছে প্রতিদিনই। ফলে সবকিছুর পাসওয়ার্ড গুলিয়ে যাওয়া স্বাভাবিক।
এত অ্যাকাউন্টের ভিড়ে সবকিছুর পাসওয়ার্ড মনে রাখাও বেশ কঠিন। কিন্তু চাইলেই সোশ্যাল মিডিয়া অ্যাপস ও জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রাখা যায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।
পাসওয়ার্ড সংরক্ষণে প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। এর পরে গুগল অপশন দেখতে পাওয়া যাবে। এতে ক্লিক করলে নতুন স্ক্রিন খুলবে, যেখানে ‘অটো ফিল’ অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে ‘অটোফিল উইথ গুগল’ অপশন নির্বাচন করতে হবে।
এখানে ক্লিক করলেই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন দৃশ্যমান হবে। অপশনে ক্লিক করলে পাসওয়ার্ড ম্যানেজার আসবে। এখানে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে রাখা যাবে।