জলাতঙ্ক ভাইরাস নিয়ে ভয়ংকর তথ্য প্রকাশ
এক্সক্লুসিভ ডেস্ক: প্রতিবছর কুকুরের কামড়ে সৃষ্ট জলাতঙ্ক রোগে বিশ্বে প্রায় ৫৯ হাজার মানুষ মারা যায়। এর মধ্যে এশিয়ায় মারা যায় ৬০ শতাংশ। যার মধ্যে শুধু ভারতেই মারা যায় ৩৫ শতাংশ মানুষ। আর আফ্রিকায় মারা যায় ৩৬ শতাংশ।
গ্লোবাল অ্যালায়েন্স ফর র্যাবিস কন্ট্রোল নামের একটি সংস্থার বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের মতো উন্নত দেশগুলো জলাতঙ্ক পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারলেও উন্নয়শীল দেশগুলো কোন ভাবেই এটি নিয়ন্ত্রণে নিতে পারছে না।
ইউনিভার্সিটি অব গ্লাসগোর ড. কাথি হ্যাম্পসনের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় বলা হয়েছে, জলাতঙ্ক শতভাগ প্রতিরোধ করা গেলেও নিম্ন আয়ের দেশগুলোতে সমস্যাটি এখনও বিদ্যমান। তাই ওইসব দেশ বা অঞ্চলে প্রতিরোধ ব্যবস্থা সহজলভ্য করা দরকার।
উল্লেখ্য, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও জলাতঙ্কের ভাইরাস ছড়াতে পারে। কিন্তু কুকুরের মাধ্যমে ছড়িয়েই ৯৯ শতাংশের বেশী মানুষের মৃত্যু হয়।
সূত্র: বিবিসি।