মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ০১:৪২:০২

অনেকেই জানেন না ফেসবুকের এই দারুণ সুবিধাটি

অনেকেই জানেন না ফেসবুকের এই দারুণ সুবিধাটি

আন্তর্জাতিক ডেস্ক : নিজে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া এবং অন্যদের পোস্ট দেখা— ফেসবুকে ব্যবহারকারীদের একটা প্রাথমিক কাজ। 

ফেসবুকের হোম পেজে সবার পোস্ট ধারাবাহিকভাবে দেখা যায় আর নিজের ওয়ালে গেলে শুধু নিজের পোস্টগুলো ধারাবাহিকভাবে দেখা যায়। 

ব্যবহারকারীরা অনেক সময়ই বিভিন্ন জনের ওয়ালে গিয়ে তাদের পোস্টগুলো দেখে থাকেন। অনেক কারণেই আগের করা কোনও পোস্ট প্রোফাইলে সবার উপরে দেখানোর প্রয়োজন পড়তে পারে। 

এজন্য ফেসবুকে পোস্ট পিন করার সুবিধা আছে। ব্যবহারকারী তার কোনও পোস্ট পিন করে রাখলে তা সব সময়ই তার ফিডে সবার উপরে দেখাবে।

ফেসবুকের কোনও পোস্ট পিন করতে চাইলে—

১. প্রথমে ফেসবুকে ঢুকে নিজের প্রোফাইলে যেতে হবে।

২. সেখানে যে পোস্টটি পিন করতে হবে সেই পোস্টের উপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।

৩. এবার যে অপশনটি আসবে সেখান থেকে ‘পিন পোস্ট’ সিলেক্ট করতে হবে।

এবার পোস্টটি পিন হয়ে যাবে। প্রোফাইলে সবার ওপরে দেখাবে এটি। চাইলে যেকোনও সময় পোস্টটি আনপিনও করা যাবে। এ জন্য পিন করা পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আনপিন পোস্ট’ অপশন সিলেক্ট করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে