মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৮:৪৭

পাতা-লতা আর্বজনা দিয়ে চলবে গাড়ি!

পাতা-লতা আর্বজনা দিয়ে চলবে গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক: প্রতিদিন আমরা  কৃষিকাজ বা দৈনন্দিন খাবারের উচ্ছিষ্ট অংশ রাখতে গিয়ে বিরম্বনার শিকার  হই। এবার কিন্তু এই সমস্যার সমাধান  হচ্ছে। উচ্ছিষ্ট অংশ ও মহামূল্যে বিক্রি করা যাবে। কারণ একটিই, লতা-পাতা, আর্বজনা  তৈরি হবে বায়ো-ফুয়েল। আর এই ফুয়েলের মাধ্যমেই চলবে ভবিষ্যতের গাড়ি। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র্যের ইস্ট অ্যানজিলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তারা জানান, খামারে ফেলা দেয়া কৃষি বর্জ্য দিয়েই গাড়ির চাকা ঘোরানো সম্ভব। এতে করে ময়লা আবর্জনার দূষণ থেকে যেমনি রেহাই পাওয়া যাবে, তেমনি গাড়ির তেল খরচ ও কমে যাবে বলে মনে করা হচ্ছে।

গবেষকরা জানান, এসব কৃষি বর্জ্য পচিয়ে ইস্ট তৈরি করা হবে। এরপর ইস্টকে পাস্তুরিত করে বায়োইথানল প্রস্তুত করা হবে। বায়োইথানল অ্যালকোহল গোত্রীয় বায়ো-ফুয়েল।
গবেষকরা ধারণা করছেন, সারা পৃথিবীর কৃষি বর্জ্য থেকে বছরে প্রায় চার শ' বিলিয়ন লিটার বায়ো-ইথানল উৎপাদন করা সম্ভব।
যদিও এই প্রক্রিয়া সময় সাপেক্ষ বলে মনে করা হচ্ছে। কেননা কৃষি বর্জ্য পচানোর জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। একই সাথে অ্যাসিড ক্ষরণের মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াও ধীর গতিতে চলে।

গবেষকগণ কৃষি বর্জ্য পচানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য রূপান্তরিত ইস্টের কথা ভাবছেন। যা দিয়ে গাঁজানোর প্রক্রিয়া সহজ হবে।

গবেষণাদলের প্রধান ড. টম ক্লাক জানান, বায়োইথানল একটি মূল্যবান দাহ্য পদার্থ। বিশেষ করে অটোমোবাইল শিল্পে এই দাহ্য পদার্থ সচরাচর ব্যবহৃত হচ্ছে। বায়োইথানলের সাথে পেট্রোল মিশিয়ে গাড়িতে ব্যবহার করা যায়।
ব্রাজিলে ১৯৭৯ সাল থেকে গাড়ির ফুয়েল হিসেবে বায়োইথানল ব্যবহার করা হচ্ছে।সূত্র : ইন্টারনেট
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে