বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ০৭:২২:৩৬

সাবধান, যে ভুল করবেন না শরীরচর্চায়!

সাবধান, যে ভুল করবেন না শরীরচর্চায়!

এক্সক্লুসিভ ডেস্ক : সাবধান, সক্ষমতার বাইরে গিয়ে,চাপ দিয়ে শরীরচর্চা করা ভাল নয়। জিম করতে করতে হার্ট অ্যাটাক করে প্রাণ হারিয়েছেন অনেকেই। কতটুকু কসরত করলে শরীরে অতিরিক্ত চাপ পড়বে না,এখন প্রশ্ন আসতে পারে সেটি বুঝবেন কী করে?

হার্টের সঙ্গে শরীরচর্চার সম্পর্ক ঠিক কেমন এ বিষয়ে একাধিক গবেষণা হয়েছে। যেখানে বলা হয়েছে, নিয়মিত শরীরচর্চা করলে এবং শারীরিক ভাবে সক্রিয় থাকলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। 

তবে, গবেষণায় এ-ও দেখা গিয়েছে, অতিরিক্ত শরীরচর্চার সঙ্গে কার্ডিয়োমায়োপ্যাথির যোগ রয়েছে। বয়স্কদের তুলনায়, বয়সে ছোটরাই এই সমস্যার শিকার হচ্ছেন বেশি। যা বেশির ভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে।

তাই কার কতটুকু শরীরচর্চা করা প্রয়োজন, তা চিকিৎসক এবং প্রশিক্ষকেরাই নির্ধারণ করতে পারেন। আরও একটি গবেষণায় দেখা গিয়েছে, শুধু অতিরিক্ত শরীরচর্চা নয়, শীতকালে কার্ডিয়োমায়োপ্যাথি বা হার্টের পেশি বিকল হয়ে যাওয়ার হার বেড়ে যায়

কারণ হিসেবে গবেষণা বলছে, ঠান্ডায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়। তাই শরীরচর্চা করা জরুরি। কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে, এক দিনে খুব বেশি শারীরিক কসরত করা মোটেও নিরাপদ নয়।

উল্লেখ্য, শরীরে কোনও সমস্যা হলে তা কিন্তু শরীর জানান দেয়। তাই সে লক্ষণগুলি সম্পর্কেও সচেতন থাকা জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে