শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ০৩:৫২:২৩

কোন জিনিস ২৪ ঘন্টা পার হতে না হতেই পুরনো হয়ে যায়?

কোন জিনিস ২৪ ঘন্টা পার হতে না হতেই পুরনো হয়ে যায়?

এক্সক্লুসিভ ডেস্ক : যেকোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় পাশ করার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। 

এসময় যারা ইন্টারভিউ নেন তারা কখনো কখনো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আপনিও উত্তর দিতে পারবেন।

১) প্রশ্নঃ এমন কোন জিনিস আছে যেটা ২৪ ঘন্টা পার হতে না হতেই পুরনো হয়ে যায়?
উত্তরঃ নিউজ পেপার বা খবরে কাগজ।

২) প্রশ্নঃ বাংলার জনপ্রিয় দুই কার্টুন চরিত্র হাঁদা-ভোঁদা কার সৃষ্টি?
উত্তরঃ নারায়ণ দেবনাথ হাঁদা-ভোঁদা নামের দুই কার্টুন চরিত্রের স্রষ্টা।

৩) প্রশ্নঃ কোন প্রাণীকে ‘ডুবন্ত জাহাজ’ বলে অভিহিত করা হয়?
উত্তরঃ উটকে ‘ডুবন্ত জাহাজ’ বলে অভিহিত করা হয় বা মরুভূমি জাহাজ নামেও পরিচিত এটি।

৪) প্রশ্নঃ জানেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তরঃ বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিলো ভারতের প্রথম পত্রিকা, যা ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি যাত্রা শুরু করে।

৫) প্রশ্নঃ বর্তমানে ভারতবর্ষে কয়টি হাইকোর্ট রয়েছে?
উত্তরঃ ভারতের বিভিন্ন রাজ্যে স্থাপিত মোট ২৫টি হাইকোর্ট রয়েছে।

৬) প্রশ্নঃ দেশলাই কাঠিতে কোন জিনিসটি ব্যবহৃত হয়?
উত্তরঃ দেশলাই কাঠিতে ব্যবহৃত জিনিসটি নাম ফসফরাস।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি?
উত্তরঃ হকি বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা। এছাড়া এটি ভারতের জাতীয় খেলাও।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী?
উত্তরঃ মেছো বিড়ালকে পশ্চিমবঙ্গের রাজ্য পশু বলে।

৯) প্রশ্নঃ মশার কামড়ে ম্যালেরিয়া রোগ আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে?
উত্তরঃ মশার কামড়ে সৃষ্ট ম্যালেরিয়া রোগ হলে বিশেষ করে লিভার ও কিডনি এই দুটি অঙ্গ কে আক্রান্ত করে।

১০) প্রশ্নঃ কোন জিনিসটি ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা?
উত্তরঃ কয়লা এমন একটা জিনিস সাধারণ অবস্থায় কালো গরমে লাল আর ব্যবহার করার পর সাদা বা ধূসর রঙের হয়ে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে