সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১২:০০:১১

যা করলে কখনও নষ্ট হবে না আপনার ফেসবুক আইডি

যা করলে কখনও নষ্ট হবে না আপনার ফেসবুক আইডি

এক্সক্লুসিভ ডেস্ক : অনেক সময় নানা কারণে আমাদের ফেসবুক আইডি ডিজেবলসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেক দিন ধরে ব্যবহার করা ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যাক সেটা নিশ্চয়ই কেউ চান না। এর সমাধানে ফেসবুকের একটি অপশন আছে; যার নাম আইডেন্টিটি কনফারমেশন।

Identity confirmation on Facebook
এই অপশনের মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মতো ডকুমেন্ট দিয়ে আইডেন্টিটি কনফারম করে রাখতে পারেন। তাহলে পরবর্তী সময়ে আইডিতে সমস্যা হলে খুব সহজেই ফিরে পেতে পারেন।

ফেসবুকে আইডেন্টিটি কনফারমেশন চালু করলে কী হয়?
প্রথমত আপনি যদি কখনো ফেসবুকে ব্লু ভেরিফিকেশন অপশন চালু করতে যান সেক্ষত্রে আইডেন্টিটি কনফারমেশন করা থাকলে সুবিধা পাবেন।

দ্বিতীয়ত আপনার আইডিতে কোনো ধরণের সমস্যা হলে খুব দ্রুত আইডি রিকোভারি করতে পারবেন।
তবে এক্ষেত্রে একটা অসুবিধাও আছে। আপনি আইডেন্টিটি ভেরিফাই করলে পরবর্তীতে আর প্রোফাইল নেম পরিবর্তন করতে পারবেন না। আইডি কার্ডের নামটিই প্রোফাইলের নাম হিসেবে থেকে যাবে।

কীভাবে চালু করবেন আইডেন্টিটি কনফারমেশন?
প্রথমে নিশ্চিত হতে হবে যে, আপনার প্রফাইলের নাম এবং আপনার বয়স আইডিকার্ডের নাম এবং বয়সের সঙ্গে মিলছে কিনা। এই দুটি তথ্যে যদি গোজামিল থাকে তাহলে ভেরিফিকেশন হবে না।

আরপর ফেসবুক প্রফাইলে গিয়ে নিচের অপশনগুলো ফলো করুন-

settings and privacy > settings > personal information > identity confirmation > confirm your identity > running ads about social issues elections or politics > choose country

অপশন থেকে নিজের দেশের নাম সিলেক্ট করে দিন। এরপর next > upload your id card > next

এরপর কোন ধরনের ডকুমেন্ট দিয়ে আইডেন্টিটি কনফার্ম করতে চান সেটা সিলেক্ট করে দিলে ছবি তোলার অপশন আসবে। ক্যামেরা আসার পর আইডি কার্ডের ছবি তুলুন এবং সাবমিট দিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে।

আইডি কার্ডের ছবি সাবমিটের ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুকের পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে, আইডেন্টিটি কনফার্ম হয়েছে কিনা। যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে তার কারণও জানিয়ে দেবে ফেসবুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে