বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ০৪:২৮:০১

ভুলেও ব্যবহার করবেন না যে ৩০ পাসওয়ার্ড

 ভুলেও ব্যবহার করবেন না যে ৩০ পাসওয়ার্ড

এক্সক্লুসিভ ডেস্ক : ডিজিটাল দুনিয়ায় বেশিরভাগ কার্যক্রমই চলে অনলাইনে। আর বিভিন্ন অনলাইনে থাকে আইডি বা অ্যাকাউন্ট। নিরাপত্তার জন্য এসব অ্যাকাউন্টে দিতে হয় পাসওয়ার্ড। শক্তিশালী পাসওয়ার্ড না দিলে হ্যাক হতে পারে এসব আইডি। পড়তে হয় হেনস্তায়।

এ কারণেই বিভিন্ন মাধ্যমের পাসওয়ার্ড শক্তিশালী করে দিতে হয়। তা না হলে হ্যাক হতে পারে আইডি। হ্যাকাররা নিয়ে নিতে পারে স্পর্শকাতর সব তথ্য। পাসওয়ার্ড শক্তিশালী না হলে হ্যাক হবে কয়েক সেকেন্ডেই।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, নর্ডপাস নামের প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি এমন ৩০টি পাসওয়ার্ডের তথ্য দিয়েছে, যেগুলো ব্যবহার করলে নিরাপত্তা একদম থাকবে না বললেই চলে। অথচ এসব পাসওয়ার্ড দেদারসে সবাই ব্যবহার করছে।

এই ৩০টি পাসওয়ার্ডের মধ্যে সবচেয়ে সহজ ‘12345’। এই পাসওয়ার্ড থাকলে হ্যাক করতে মাত্র ১ সেকেন্ড সময় লাগবে।

এরপর তালিকায় রয়েছে যথাক্রমে admin, 12345678, 123456789, 1234, 12345, password, 123, Aa123456, 1234567890, 1234567, 123123, 111111, Password, 12345678910, 000000, admin123, ********, user, 1111, Pssw0rd, root, 654321, qwerty, ******, 112233 ও 102030। এগুলো মাত্র এক সেকেন্ডে হ্যাক করতে পারবে হ্যাকাররা।

তবে পাসওয়ার্ডে UNKNOWN দিলে তা হ্যাক করতে অন্তত ১৭ মিনিট লাগবে। admin123 পাসওয়ার্ড দিলে হ্যাক করতে সময় লাগবে মাত্র ১১ সেকেন্ড। এর চেয়ে কিছুটা শক্তিশালী পাসওয়ার্ড Pass123, এই পাসওয়ার্ড থাকলে আইডি হ্যাক করতে অন্তত ৫ মিনিট সময় লাগার কথা।

বিশেষজ্ঞদের মতে, অতি সহজেই চুরি হয়ে যায় এ ধরনের পাসওয়ার্ড। আবার একই পাসওয়ার্ড একাধিক জায়গায় দেওয়ার প্রবণতাও বিরল নয়। এটিও খুবই ঝুঁকিপূর্ণ। কারণ একটি পাসওয়ার্ড চুরি হয়ে গেলেই অন্য পাসওয়ার্ডগুলোও অসুরক্ষিত হয়ে যায়।

শক্তিশালী পাসওয়ার্ড দেবেন যেভাবে:

১। অক্ষর, সংখ্যা কিংবা বিশেষ ধরনের চিহ্নের মিশ্রণে তৈরি করতে হবে পাসওয়ার্ড।

২। পাসওয়ার্ডে নাম, ফোন নম্বর, জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্যের ব্যবহার না থাকাই ভালো।

৩। নিয়মিত বদল করতে হবে পাসওয়ার্ড।

৪। একই পাসওয়ার্ড বারবার ব্যবহার নয়।

৫। একাধিক পাসওয়ার্ড ব্যবহার করার সুবিধা থাকলে গ্রহণ করতে হবে সেই সুবিধা। একটি পাসওয়ার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত দ্বিস্তরীয় সুরক্ষার ব্যবস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে