শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১১:০৭

জানেন, বরফের রঙ সাদা হয় কেন

জানেন, বরফের রঙ সাদা হয় কেন

এক্সক্লুসিভ ডেস্ক : বরফ, আইস বা তুষার-যে নামেই ডাকা হোক না কেন সবাই পরিচিত। অনেকেই তুষারপাত দেখতে বিদেশে যান। কেননা, বাংলাদেশে তুষারপাত হয় না। প্রতিবেশি দেশি ভারতের বিভিন্ন রাজ্যে তুষারপাত হয়। যা দেখতে সৌন্দর্যপিপাসুদের ঢল নামে।

পৃথিবীর যেসব এলাকায় তুষারপাত হয় সেখানে সর্বত্র সাদা বরফের চাদর দেখা যায়। সবাই এই সাদা বরফ পছন্দ করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বরফের রঙ সাদা কেন এবং এর পেছনের গল্প কি?

বর্ণহীন পানি থেকে জমে থাকা বরফের রঙ সাদা হয় কী করে এই প্রশ্ন অনেকের মনেই এসেছে। আসলে প্রকৃতির দ্বারা সৃষ্ট যেকোনো কিছুরই শোষণের ক্ষমতা রয়েছে, তা যেকোন পদার্থ বা ধাতুই হোক না কেন।

একজন মানুষ কিছুক্ষণ রোদে থাকলে তার মুখের রঙ লাল হয়ে যায়। একইভাবে, বস্তুর উপর যে আলো পড়ুক না কেন, আমাদের কাছে একই রকম দেখা যায়। যখন আকাশ থেকে তুষারপাত হয়, তখন এটি বর্ণহীন হয়, কিন্তু যখন সূর্য এতে প্রতিফলিত হয়, তখন এটি সাদা দেখায়।

এখন যদি ভাবেন তুষারপাত কেন হয় তাহলে বলে রাখি যে পানি চক্রের সময়, সূর্যের তাপের কারণে, সমুদ্র, হ্রদ, পুকুর এবং নদীর পানি বাষ্পীভূত হতে থাকে। যা পরে বাষ্পে পরিণত হয়।

বাষ্প বাতাসের চেয়েও হালকা হওয়ায় আকাশের দিকে উঠে যায় এবং বায়ুমণ্ডলে পৌঁছায়। যা একত্র হয়ে মেঘের রূপ নেয়। অনেক সময় এমন হয় যে এই মেঘগুলো বায়ুমণ্ডলে উঁচুতে পৌঁছে যায় এবং সেখানে তাপমাত্রা খুব কম থাকে, সহজ কথায় বায়ুমণ্ডল খুবই ঠান্ডা।

এমন পরিস্থিতিতে মেঘের মধ্যে উপস্থিত পানির ফোঁটাগুলি ছোট ছোট তুষারে পরিণত হয়। বাতাস এই তুষারপাতের ভার বহন করতে পারে না এবং সেগুলি তুষারের আকারে নীচের দিকে পড়তে শুরু করে। এ কারণে তুষারপাত দেখা যায়। সূত্র: অ্যামাজ ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে