এক্সক্লুসিভ ডেস্ক : আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই দেখতে পাই যার পিছনের কারণগুলি আমরা জানি না। যদিও সেগুলি দেখে আমাদের মনে প্রশ্ন জাগে।
তেমনি একটি হলো আমরা প্রায় রাস্তার ধারে সারি সারি গাছে সাদা রঙ করা দেখি। কিন্তু কখনো ভেবেছেন গাছে সাদা রঙ করা হয় কেন? এর সাথে গাছের সম্পর্ক কি? আসলে এর পেছনে রয়েছে বিজ্ঞান। আসলে গাছে যে সাদা রঙ করা হয় তা সুরক্ষার সাথে সম্পর্কিত।
সাদা রঙ দিয়ে গাছগুলিকে রঙানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। আসলে গাছগুলিকে রঙানোর জন্য চুন ব্যবহার করা হয়। চুন দিয়ে পেইন্টিং করলে, চুন গাছের প্রতিটি নিচের অংশে পৌঁছে যায়। এ কারণে সেই সকল গাছে পোকামাকড় বা উইপোকা ধরে না এবং গাছের আয়ুকাল বৃদ্ধি পায়।
চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে। বিশেষজ্ঞরা বলছেন, গাছের বাইরের স্তরে চুন লাগালে এর বাকল ফাটে না, বরং মজবুত হয়। কর্নেল ইউনিভার্সিটি গবেষকরা বলছেন, পেইন্টিংয়ে ব্যবহৃত সাদা রঙ সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নতুন কুঁড়িকে রক্ষা করে। সাদা রঙের কারনে নতুন কুঁড়ির নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।
গাছে সাদা রঙ করার কারণটি আমাদের নিরাপত্তার সাথেও জড়িত। আসলে দূরপাল্লার রাস্তায় যখন স্ট্রিট আলো থাকে না, তখন রাস্তার পাশের গাছগুলোকে সাদা রঙ করা হয়, যা দিকনির্দেশ হিসেবেও কাজ করে।
অন্ধকারে তাদের গায়ে আলো পড়লে বোঝা যায় পথ কতটা প্রশস্ত। এটি অবশ্যই বিশেষ করে ঘন জঙ্গলের পথে করা হয় এবং এতে ডাইভারদের গাড়ি চালাতে সুবিধা হয়।
এর পাশাপাশি গাছে সাদা রঙ করা দেখে বোঝা যায় যে এই গাছগুলো বনদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং কোন সাধারণ মানুষ এগুলো কাটতে পারবে না। বিশেষজ্ঞরা এও বলেছেন, গাছে পেইন্টিং করার সময় কখনোই কোনো তেল ব্যবহার করা উচিত নয়। এটি গাছের বৃদ্ধিতে খারাপ প্রভাব ফেলতে পারে। তবে চুনের ক্ষেত্রে জলের পরিমাণ বেশি হতে হবে, যাতে গাছের কোন ক্ষতি না হয়।