এক্সক্লুসিভ ডেস্ক : অভাবের মধ্যে থেকেও সুখ যারা খুঁজে নিতে জানে জীবন তাদের কাছে অনেক সহজ। আসলে অভাব বলতে আমরা ঠিক কী বুঝি তার সংজ্ঞাও এক একজনের কাছে এক একরকম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গ্রামের এই শিশুদেরই দেখেন না! হাতে মোবাইল নেই তো কী হয়েছে? সেন্ডেলকেই ক্যামেরার মতো ধরে আনন্দে মেতে ওঠেছে সেলফি খেলায়। আসলে আপনি যেমনভাবে চান সেভাবেই খুশি হতে পারেন।
ভাইরাল এই ছবিটি বছর পাঁচেক আগে বলিউড অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এরপরই বলিউড সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটি শেয়ার করেছেন।
ছবিটি কোথায় তোলা হয়েছে, বা কে তুলেছেন তা এখনও জানা যায়নি। তবে ইনস্ট্যাগ্রাম এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ ছবিটি পছন্দ করেছেন।
তবে ওই সময় অভিনেতা অমিতাভ বচ্চন বলেছিলেন, ছবিটি ফটোশপ করে বানানো হয়েছে। কেউ কেউ তার মূল্যায়নের সঙ্গে একমত হলেও অন্যদের মধ্যে বিতর্ক দেখা গিয়েছিল।