এক্সক্লুসিভ ডেস্ক : ৭ ফেব্রুয়ারি বিশ্ব গোলাপ দিবস। গোলাপকে বলা হয় ভালোবাসার প্রতীক। শুধু প্রেমের প্রতীকই নয়, আয়ুর্বেদে গোলাপ একটি সুগন্ধি ফুলের চেয়েও বেশি।
এর ভেষজ এবং ওষধি গুণ প্রচুর। মধ্যপ্রাচ্যে ৭ম শতাব্দী থেকে এবং হাজার হাজার বছর ধরে ঐতিহ্যবাহী চীনা ওষুধের অনুশীলনে গোলাপের ভেষজ গুণ ব্যবহৃত হয়ে আসছে। গোলাপ ত্বককে প্রশমিত করার জন্য প্রয়োগ করা হয়। জেনে নিন গোলাপের কিছু ভেষজ গুণ সম্পর্কে।
১. গোলাপ পাপড়ি শরীরকে শীতল করে তোলে। শারীরিক ভারসাম্য রক্ষা করে। পরিপাক প্রক্রিয়া ও মেটাবলিজমের হার বজায় রাখে।
২. গোলাপ ফুলে পলিফেনল রয়েছে। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিকাল এবং কোষের ক্ষতি থেকে রক্ষা করে।
৩. গোলাপে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪. ভিটামিন এ এবং ই সমৃদ্ধ গোলাপ ত্বককে হাইড্রেট এবং টানটান করতে সহায়তা করে। এটি শরীরের প্রাকৃতিক কোলাজেন উৎপাদন বাড়ায়।
৫. অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর গোলাপ ব্রণের সমস্যা কমায়।
৬. স্ট্রেস উপশমকারী বৈশিষ্ট্য রয়েছে গোলাপে। এর প্রাকৃতিক অ্যারোমেটিকস স্ট্রেস এবং উত্তেজনা উপশম করতে সাহায্য করে।
তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে ও হেলথলাইন