মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২১:২৭

অভিনব কায়দায় হেডফোন যখন গহনা

অভিনব কায়দায় হেডফোন যখন গহনা

এক্সক্লুসিভ ডেস্ক : অভিনব কায়দায় হেডফোনকেই গহনা উপযোগী করে তোলা হয়েছে।  যন্ত্রপাতি মানেই যে যেমন তেমন দেখতে হবে এর কোনো মানে নেই৷ অন্তত সারাবিশ্বকে তা দেখিয়ে দিল ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস ‘ডোলসে অ্যান্ড গাবানা’৷

গানের যে সৌন্দর্য, গান শোনার যন্ত্রের তা নেই৷ গান যতই মধুর হোক না কেন হেডফোন সেই চেনা দৃশ্যে অবলীলায় সৌন্দর্য বৃদ্ধির উপযোগী করে তৈরি করাহয়েছে।  সেই ধারণা ভেঙে দিলেন ডোলসে ও গাবানা৷ অপূর্ব মুকুটের মডেলে হেডফোন ডিজাইন করলেন তারা৷ সে হেডফোন মুকুট উঠল মার্জার সরণিতে মডেলদের মাথায়৷

১৯৮৫ সালে দুই মডেল ডোলসে ও গাবানা এই ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন৷ সম্প্রতি তাদের এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়৷ সেখানে এক ইলেকট্রনিক্স কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তারা৷

তাদের ফ্যাশন শোয়ের থিমের সঙ্গে মানানসই করে তারা সাজিয়ে তুলেছিলেন হেডফোনকে৷ গানের মতোই গান শোনকেও সুন্দর করে তুলতে চেয়েছিলেন তারা৷ তাদের ডিজাইনের ছোঁয়া পেয়েই যন্ত্রও হয়ে উঠল গহনা৷

এই ফ্যাশন শোয়ের থিম ছিল পুরনো সময়কে স্যালুট জানানো মা-ঠাকুরমাদের গহনার বাক্সে যেমন ধরনের গহনা দেখা যেত পোশাকের সঙ্গে মানানসই সেরকম গহনাই তৈরি করা হয়েছিল৷ তাই একদম হালফ্যাশনের হেডফোনও রেল রেট্রো লুক৷

আপাতত লাল, সবুজ আর সোনলি রঙে তৈরি করা হয়েছে এ গহনা৷ তবে ফ্যাশনপ্রেমী থেকে সঙ্গীতপ্রেমীদের ভালো লাগলে আরো নানা কম্বিনেশনে তৈরি করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে৷

রাস্তায় বা শপিংমলে হেডফোন কানে ঘোরা মানুষের সংখ্যা কম নয়৷ তবে সে সবই তো চেনা লুকের হেডফোন তা যত দামিই হোক না কেন৷ স্টিরিওটাইপ ভাঙার পথটা দেখিয়ে দিল এই গহনা হেডফোন৷
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে