এক্সক্লুসিভ ডেস্ক : শীতকাল এলেই বাড়ে মশার উপদ্রব। বাড়িতে বাচ্চা বা বয়স্ক ব্যক্তি থাকলে আরও চিন্তা। তার উপর সাম্প্রতিক সময়ে যে হারে ডেঙ্গি হচ্ছে তাতে উদ্বিগ্ন অনেকেই।
এক্ষেত্রে মশা-মুক্ত বাড়ি চাইলে কিনতে পারেন এই গ্যাজেটগুলি। অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে 349 টাকা শুরু হয়েছে দাম। কেমিক্যাল মেশানো কয়েল এড়িয়ে, মশা-মুক্ত পরিবেশ গড়ে তুলতে চাইলে দেখে নিন।
বাড়িতে মশার উপদ্রব বেড়েছে? সন্ধ্যা নামলেই ভো ভো করে ঘরময় ছড়িয়ে যাচ্ছে মশা। যা তাড়ানোর জন্য কেউ ধুপ ব্যবহার করেন তো কেউ কয়েল বা লিকুইডের উপর ভরসা করেন। কিন্তু, আজ যে গ্যাজেটগুলির কথা বলতে চলেছি তাতে দ্রুত বাড়ি থেকে মশা তাড়াতে পারবেন।
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই মসকুইটো কিলার গ্যাজেটগুলির উপর 69 শতাংশ ছাড় রাখা হয়েছে। মশা তাড়ানোর জন্য এই ধরনের গ্যাজেট যারা কিনতে চাইছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ। কারণ এত কমে এই প্রথম পাওয়া যাচ্ছে মসকুইটো কিলার মেশিন।
এই মেশিনের দাম 349 টাকা, পোর্টেবেল বাগ লাইট জ্যাপার। বাড়ির যে কোনও জায়গায় লাগিয়ে দিতে পারেন এটি। এতে মশা স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ শক খেয়ে মারা যাবে। বাড়িতে বাচ্চা-বয়স্ক থাকলে সেখানে ইনস্টল করতে পারেন এই ডিভাইস।
প্রস্তুতকারী সংস্থার দাবি অনুযায়ী, এটা একটা মশা তাড়ানোর পরিবেশ-বান্ধব ল্যাম্প। এই ডিভাইসে আলো আকৃষ্ট করে মশাদের। তারপর ডিভাইসে আসা মাত্রই ঘূর্ণিঝড়ের মুখে পড়ে মশাগুলি। অল্প সময়ের মধ্যে মশা-মুক্ত পরিবেশ পাবেন। এই গ্যাজেটের দাম 498 টাকা।
LED মশা তাড়ানোর পরিবেশ-বান্ধব মেশিন এটি। এতে একটি ট্র্যাপ ল্যাম্প রয়েছে। স্ক্রিন সুরক্ষিত রাখার সুবিধাও রয়েছে। চার্জ করার জন্য মিলবে USB কেবিল। ঘরের ভিতর উড়তে থাকা মশাকে ফাঁদে দিলে দ্রুত খ.তম করে দেয় মেশিনটি। যার দাম 528 টাকা।
অ্যামাজনে এই মেশিন কিনতে পারবেন 679 টাকায়। এটি ব্যবহার করার পর খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এই আল্ট্রাভায়োলেট ল্যাম্প অনেকটা ব়্যাকেটের মতো দেখতে। দ্রুত মশা তাড়ানোর জন্য বেশ কার্যকর এই রকেট কিলার।
এই মেশিনগুলির অন্যতম সুবিধা হল এগুলি রিচার্জেবেল। বাড়ির যে কোনও জায়গাতেই রেখে দিতে পারেন। মশা ছাড়াও যে কোন পতঙ্গ দ্রুত তাড়াতে পারে। অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন মার্কেটে খোঁজ করলে পাওয়া যাবে এই ধরনের গ্যাজেট।