মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:২৬

যে মানুষের কাছে মধ্যাকর্ষণ শক্তি ব্যর্থ!

যে মানুষের কাছে মধ্যাকর্ষণ শক্তি ব্যর্থ!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ কি একটানা কেউ পাঁচ ঘণ্টা শূনে ভেসে থাকতে পারে? অনেকটা চমকিত এবং অসম্ভব মনে হলেও তাই করেছেন ইসরাইলের জাদুকর হেজি ডিন। ইসরাইলের রাজধানী তেলআবিবে ঘটে এই ঘটনা। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে তেলআবিবে।

হেজি ডিন নাম এই জাদুকর তার এক হাত দিয়ে একটি বড় শপিং মলের বাহিরে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। বাহিরে তা দেখার জন্য উৎসুক জনতার ভিড়। কিছুক্ষণ পরপর হেজি ডিন সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানান।

মধ্যাকর্ষণ শক্তির কারণে ওপরে কোনো জিনিস ছুঁড়ে দিলে তা আবার নিচে ফিরে আসে। অথচ টানা ৫ ঘণ্টা শূন্যে ভাসলেন এক ম্যাজিশিয়ান।

টানা পাঁচ ঘন্টা শূন্যে ঝুলে থাকার পর ক্রেন দিয়ে তাকে নামিয়ে আনা হয়। এসময় তিনি বলেন, ভাগ্য ভালো অ্যাম্বুলেন্সে বাড়ি যেতে হচ্ছে না আমাকে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে