এক্সক্লুসিভ ডেস্ক : গণিত গোটা বিশ্বের একটি প্রধান বিষয়। গণিতে সিঙ্গাপুরের ছাত্র-ছাত্রীদের দক্ষতা মোটামুটি বিশ্বের শীর্ষের দিকে। এই প্রশ্নটি দেয়া হয়েছিল সিঙ্গাপুরের স্কুলছাত্র-ছাত্রীদের। কিন্তু লজিক্যাল গণিতের সেই প্রশ্নটিই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। প্রশ্নপত্রটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। কি আছে প্রশ্নটিতে?
দু'জন বন্ধু তৃতীয় একজনের সঙ্গে বন্ধুত্ব করে। নতুন বন্ধুর জন্মদিন জানার আগ্রহ তাদের। সরাসরি তাদের জন্মদিন বলে না নতুন বন্ধুটি। উল্টো কতগুলো সূত্র ধরিয়ে দেয় দুই বন্ধুকে। বুদ্ধি খাটিয়ে জন্মদিন বের করতে হবে তাদের।
সব মিলিয়ে প্রশ্নটি হয়ে দাঁড়িয়েছে দারুণ এক লজিক্যাল ধাঁধাঁয়। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছে গণিতের এই প্রশ্নটি। সূত্র : দ্য গার্ডিয়ান।
২২সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন