এক্সক্লুসিভ ডেস্ক : ভবিষ্যতে মানুষের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে কম্পিউটার- এমন ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেন প্রকৌশল জগতের বিখ্যাত ব্যক্তি অ্যাপল গুরুখ্যাত স্টিভ ওজনিয়াক। স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক মিলে সত্তরের দশকে গড়ে তুলেছিলেন অ্যাপল। ১৯৮০ সালে অ্যাপল ছেড়ে দেন ওজনিয়াক।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, ‘নিঃসন্দেহে মানুষকে ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমান কম্পিউটার। এতে মানুষের ভবিষ্যৎ হবে ভীতিকর।
তিনি বলেন, ‘শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্র সফটওয়্যারের মধ্যে মানুষের মতো সৃজনশীল ও শক্তিমত্তা সৃষ্টি করবে যা গবেষকদের জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। এর আগে স্টিফেন হকিং কিংবা এলন মাস্কও কৃত্রিম বুদ্ধিমানদের নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন।
ওজনিয়াক বলেন, ‘আমরা কি নিয়ন্ত্রক থাকব নাকি গৃহপালিত পশুতে পরিণত হব বা আমাদের পিঁপড়ার মতো পিষে মারা হবে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি যখন ভাবি, ভবিষ্যতে আমি এই স্মার্ট মেশিনগুলোর কাছে গৃহপালিত পশুর মতো আচরণ পাচ্ছি তখন আমি আমার পোষা কুকুরটির প্রতি নিঃসন্দেহে আরও ভালো আচরণ করব।-ওয়েবসাইট
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/