মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৮:৫৬

৭০ বছর পর লন্ডনে বিস্ফোরিত হলো হিটলারের বোমা!

৭০ বছর পর লন্ডনে বিস্ফোরিত হলো হিটলারের বোমা!

এক্সক্লুসিভ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী একট বোম ফেলেছিল লন্ডনে। তখন ফাটেনি ওটা। দীর্ঘ ৭০ বছর ধরে তেমনই পড়েছিল বোমাটি। সম্প্রতি এটি খুঁজে পাওয়া গেছ এবং বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দীর্ঘ ৫ ফুট লম্বা এসএ-টাইপ বোমাটি পড়েছিল লন্ডন টাওয়ার ব্রিজের কাছেই বারমোনডেসিতে। একটি ভবনের পাশে চাপা পড়েছিল এতোদিন। বিশ্বযুদ্ধের সময় এই এলাকার প্রায় বারো শো বাড়ি পরিত্যক্ত হয়। আড়াই শো কেজি ওজনের বোমাটি খুঁজে পাওয়ার পরই আর্মির বম্ব ডিসপোজাল এক্সপার্টরা চলে আসেন। বোমাটি মিনিস্ট্রি অব ডিফেন্স ফ্যাসিলিটিতে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, কনস্ট্রাকশনের কাজে মাটি খোঁড়ার সময় এটিকে পাওয়া যায়। মাটি থেকে তিন মিটার গভীরে এতোদিন ধরে পড়েছিল এটি।

স্থানীয় কাউন্সিলর লুকাস গ্রিন টুইটে জানান, ৭০ বছর ধরে পড়ে থাকা এক হাজার পাউন্ডের একটি বোমের ওপর বসে চা খেয়েছি।

লয়াল লজেস্টিক করপস বোমাটির চারপাশে নিরাপত্তামূলক বেষ্টনি তৈরি করে রাখে। এখানকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দুই দিনের প্রচেষ্টায় একে সরানো সম্ভব হয়।
লন্ডনের মেয়র বোরিস জনসন বলেন, বোমটিকে সরিয়ে নিতে অধিবাসীরা দারুণ সহায়তা করেছেন। তারা দ্রুত এলাকা থেক সরে যান। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।
পরে কেন্টে এক নিয়ন্ত্রিত বিস্ফোরক এলাকায় নিয়ে একে ফাটানো হয়। ভয়ংকর বিস্ফোরোনে কেঁপে ওঠা গোটা এলাকা। এর শক্তিমাত্রা দেখে হতভম্ব হয়ে পড়েন অনেকে। এটি যদি মানুষজনের মাঝে ফাটতো, তাহলে কি ফলাফল হতো তা ভাবতেও গায়ের রোম দাঁড়িয়ে যায়। সূত্র : ইনডিপেন্ডেন্ট
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে