প্রেসিডেন্টের মুক্তির দাবিতে পানির নীচে বিক্ষোভ!
এক্সক্লুসিভ ডেস্ক : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তির দাবিতে পানির নীচে প্রতিবাদ করেছেন তার সমর্থকরা। গত মাসে নাশিদের ১৩ বছরের কারাদণ্ড হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার ১০০ জন ডুবুরি এ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন। এর আগে ২০০৯ সালে জলবায়ু সম্পর্কে বিশ্ববাসীর নজর কাড়তে পানির নীচে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
নাশিদের প্রায় একশ’ সমর্থক হলুদ টি-শার্ট গায়ে দিয়ে দশ ফুট পানির নীচে যান। সাদা কাপড়ের ব্যানারে লেখা ছিল, ফ্রি মাই প্রেসিডেন্ট নাশিদ (আমার প্রেসিডেন্ট নাশিদকে মুক্তি দাও)। দেশটির রাজধানী মালের উপকূলের পানিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
ফাহুদ নামের একজন জানান, আমরা জনগণকে জানাতে চেয়েছি যে আমরা এই স্বৈরশাসকের বিরুদ্ধে। আমরা নাশিদের সঙ্গে আছি। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণেই নাশিদকে জেল দেয়া হয়েছে। নাশিদ তার আমলে এক বিচারককে অবৈধভাবে জেল দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
উচ্চতর আদালতে সম্প্রতি এ কারাদন্ডের বিরুদ্ধে লড়াই করতে এরই মধ্যে আমল ক্লুনিসহ অন্যান্য আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। ২০১২ সালের সেই ঘটনার পর মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার সূচনা হয়েছিল। পরবর্তীতে নির্বাচনে মোহাম্মদ নাশিদকে অল্প ব্যবধানে হারিয়ে আবদুল্লা ইয়ামিন মালদ্বীপের প্রেসিডেন্ট হন। তবে বর্তমান প্রেসিডেন্টের দাবি বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ্ব ছিল।
উল্লেখ্য, ২০০৯ সালে মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট থাকার সময়ই সাগরতলে মন্ত্রীসভার প্রথম বৈঠক করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল মালদ্বীপ। সাগরের পানির উচ্চতা অব্যাহত গতিতে বাড়ার বিষয়ে বিশ্বের মনোযোগ আকর্ষণ করতেই সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
২২ সেপ্টম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে