বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১৬:৪১

যেভাবে পরিবর্তন করবেন ওয়াই-ফাই পাসওয়ার্ড

 যেভাবে পরিবর্তন করবেন ওয়াই-ফাই পাসওয়ার্ড

এক্সক্লুসিভ ডেস্ক : ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে সবাই পাসওয়ার্ড ব্যবহার করেন। এজন্য পাসওয়ার্ড যেমন হতে হবে শক্তিশালী, তেমনি ঘন ঘন তা পরিবর্তন করাও জরুরি। 

এতে আশপাশের মানুষ কখনো পাসওয়ার্ড জেনে থাকলেও তা খুব বেশিদিন কার্যকর থাকবে না। তাই আজকে পাসওয়ার্ড পরিবর্তনের পদ্ধতি জেনে নেয়া যাক।

ওয়াই-ফাই নেটওয়ার্ক সেটআপের সময় টেকনিশিয়ান পাসওয়ার্ড সেট করে দিয়ে যান। ফলে সেই ব্যক্তি পাসওয়ার্ড জেনে যান, যা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের সুরক্ষার সঙ্গে বড় আপস। 

তবে চাইলে সেই ব্যক্তি আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢুকে আপনার স্মার্টফোন ও ল্যাপটপ থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারেন। এ কারণেই নিয়মিত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড বদল করতে হবে।

টেকনিশিয়ান পাসওয়ার্ড সেট করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই-ফাই-এর পাসওয়ার্ড বদল করে নেয়া উচিত। এ ছাড়াও সুরক্ষিত থাকতে নির্দিষ্ট সময় পরপর ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা। এখন আপনার মনে প্রশ্ন আসবে: ওয়াইফাই পাসওয়ার্ড বদল করবেন কীভাবে?

ওয়াইফাই পাসওয়ার্ড বদল করবেন কীভাবে?
এখন প্রায় সব রাউটারের সঙ্গেই থাকে একটি মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপ থেকে সহজে ওয়াইফাই পাসওয়ার্ড বদল করা যায়। তবে চাইলে ফোন অথবা কম্পিউটার থেকে রাউটার সেটিংস ওপেন করেও এই কাজ করা যাবে। 

সব রাউটারের আলাদা আলাদা অ্যাপ থাকলেও পরের নিয়ম সব রাউটারের জন্য একই। রাউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওপেন করতে হবে সেটিংস। এর পরে বদল করা যাবে ওয়াই-ফাই পাসওয়ার্ড।

রাউটারের আইপি অ্যাড্রেস দেখে নিন। রাউটারের বাক্সের উপরে এই সংখ্যা লেখা থাকবে (যেমন: 192.168.0.0)। এবার কম্পিউটার অথবা মোবাইল ওয়াই-ফাই এর সঙ্গে কানেক্ট করে ব্রাউজার ওপেন করে ইউআরএল-এর জায়গায় এই আইপি অ্যাড্রেস টাইপ করুন। 

এবার ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে রাউটার সেটিংসে লগইন করতে হবে। রাউটারের বাক্সে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড লেখা থাকবে। বেশির ভাগ ক্ষেত্রেই এখানে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড হয় অ্যাডমিন।

একবার রাউটার সেটিংস ব্রাউজারে ওপেন হলে WAN অথবা Wireless Network সেটিংস ওপেন করুন। এখানে ওয়াই-ফাই পাসওয়ার্ড বদলের অপশন দেখতে পাবেন। নতুন পাসওয়ার্ড টাইপ করে কনফার্ম করুন। সেভ করার পর আপনার রাউটার রিস্টার্ট হবে। এর পরই বদলে যাবে ওয়াই-ফাই পাসওয়ার্ড।

পাসওয়ার্ড বদল করার সময় কী খেয়াল রাখবেন?
ওয়াই-ফাই সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড বদল করার সময় কয়েকটি নিয়ম মেনে চলুন। 123456789 অথবা qwerty12345 এ ধরনের সহজ পাসওয়ার্ড সেট করবেন না। এ ছাড়াও পাসওয়ার্ডে রাখবে না নিজের নাম, ফোন নম্বর অথবা জন্মের তারিখ। এ ধরনের পাসওয়ার্ড খুব সহজেই অনুমান করে ওয়াই-ফাই নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব। 

তাই ওয়াই-ফাই পাসওয়ার্ডের কঠিন শব্দ ব্যবহার করুন। এমন কিছু পাসওয়ার্ডে রাখুন, যা আপনি ছাড়া কেউ অনুমান করতে পারবে না। এ ছাড়াও নতুন পাসওয়ার্ড টাইপ করার সময় অক্ষর, সংখ্যা ও ক্যারেকটার রাখতে ভুলবেন না। এতে পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে