বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩০:৫০

প্রচণ্ড গরমেও শরীরের কোন অঙ্গ একফোঁটাও ঘামে না

প্রচণ্ড গরমেও শরীরের কোন অঙ্গ একফোঁটাও ঘামে না

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণ জ্ঞান আমাদের বার বারই অবাক করে। আর এই সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন আছে দেশ বিদেশের নানা বিষয় তেমনই আছে ঘরের নিত্য নৈমিত্তিক জীবনের নানা খুঁটিনাটি তথ্য। তালিকায় আছে এমন কিছু যা শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও।

বর্তমান দ্রুত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা তথ্যই কিন্তু ছোট বড় নানা সমস্যার ম্যাজিক সমাধান হিসেবেও দারুণ কাজ করে। আজ এই প্রতিবেদনে তুলে ধরা হল এমনই এক বিজ্ঞানভিত্তিক তথ্য।

আসছে গরমকাল। আর এই গরম মানেই ঘাম, প্যাঁচপ্যাঁচে অস্বস্থি। শরীরের গতি প্রকৃতির ভিত্তিতে আমরা অনেকেই বেশি ঘামি। আবার কেউ কম। কিন্তু কম-বেশি সবারই ঘাম হয়।

গরমে শরীরের সব অংশই ঘামে যেমন- উরু, গলা, বগল, পেট, হাত, পা, হাত, পিঠ, পেট-সহ দেহের অন্যান্য প্রায় সমস্ত অংশ।

তবে জানলে অবাক হবেন, শরীরের একটি বিশেষ অংশ আছে যা কখনো ঘামে না। যত গরমই পড়ুক না কেন ওই অংশে কখনও ঘাম হয় না। এমনকি হাঁসফাঁস গরমেও কিছু হয় না।

আর জানলে চোখ কপালে উঠবে যে স্থানটি কখনও, প্রচণ্ড দাবদাহ সত্বেও ঘামেই না, সে স্থান হল ঠোঁট। খেয়াল করে দেখবেন আমাদের ঠোঁট কখনও ঘামে না। এর কারণ হল ঠোঁটে ঘাম গ্রন্থি নেই!

আরও জানলে অবাক হবেন যে এই একটি মাত্র অঙ্গতে কোনও ঘাম গ্রন্থি নেই বলে ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ঠোঁটের আদ্রভাব বজায় রাখতে পেট্রোলিয়াম জেল ব্যবহারের প্রয়োজন হয়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে