মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১২:২১

কুকুর-বানর কামড়ালেই পাবে ২ লাখ টাকা!

কুকুর-বানর কামড়ালেই পাবে ২ লাখ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : কুকুরের কামড় কিংবা বানরের আঁচড়ে ক্ষতবিক্ষত হলে এখন হাতে মিলবে নগদ ২ লাখ টাকা। বেওয়ারিশ বানর, কুকুরের যন্ত্রনায় অতীষ্ঠ ভারতের উত্তরখণ্ডের বাসিন্দারা। রাস্তায় নামলেই খেতে হচ্ছে কামড় বা আঁচড়। পুলিশকে অভিযোগ করো এসব জীবজন্তুর নামে মামলা ঠুকে দেয়া যাচ্ছে না। অবশেষে আদালতই এর একটা সমাধানের পথ বাতলে দিলো।

কুকুর বা বানরের আক্রমনের শিকার হলেই এই বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেবে উত্তরখণ্ড সরকার। বৃহস্পতিবার এমনই নজিরবিহীন রায় দিয়েছে উত্তরখণ্ড হাইকোর্ট। আর মোটা টাকা প্রাপ্তির লোভে বানরের আঁচড় আর ইঞ্জেকশনের রিস্ক নিতে প্রস্তুত অনেকেই!

বিচারপতি অলোক সিং ও বিচারপতি সর্বেশ কুমার গুপ্তের ডিভিশন জানিয়েছে, কুকুর, বাঁদর, উল্লুকের মতো প্রাণীর কামড়ে কোনও ব্যক্তি আহত হলে তাকে এক লাখ টাকা ও গুরুতর জখম হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্য সরকার ছাড়াও পৌরসভা ও জেলা থেকে এই টাকা আক্রান্তকে দেয়া হবে। ঘটনাক্রমে এই রায় ঘোষণার দিনেই উত্তরাখণ্ড হাই কোর্টের এক বর্ষীয়ান বিচারকের স্ত্রী-সহ পাঁচজনকে কুকুর কামড়েছে। জানুয়ারিতেই নৈনিতালে কুকুরে কামড়ানোর চার হাজার ঘটনা ঘটে। ঝুঁকি এড়াতে রাস্তার কুকুরদের জন্য আলাদা আস্তানা গড়ার নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে ধর্মীয় স্থানগুলিতে বাঁদরের উত্পাতও বেশি। প্রায়ই বানরের আঁচড়ে জখম হওয়ার অভিযোগ ওঠে। সেজন্যই আক্রান্তদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সবাই যেন আঁচড় খেতেই বেশি পছন্দ করছে।

২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে