আকতা হোসেন (রবিন), কুমিল্লা থেকে : মুরাদনগরের বুটিয়াকান্দি গ্রামে এক মা অদ্ভুত আকৃতির এক ছেলে শিশু জন্ম দিয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার বুটিয়াকান্দি গ্রামে স্বাভাবিকভাবে এক মা ওই শিশুর জন্ম দিলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। শিশুটির পূরো শরীর ডোরাকাটা বাঘের মতো দেখতে, এক মাথা, দুই হাত ও দুটি পা রয়েছে। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। তবে চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। স্থানীয় চিকিৎসকরা জানান, সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার বুটিয়াকান্দি গ্রামের দিনমজুর বাহাদুর হোসেনের স্ত্রী আছমা খাতুন প্রসব যন্ত্রণা দেখা দিয়ে তার বাচ্চা প্রসব করানো হয়। প্রসবের পর দেখা যায় বাচ্চাটি ডোরাকাট বাঘের মতো। শিশুটি একটি ছেলেসন্তান হিসেবে বোঝা গেলেও চোখ ফুটেনি।
অদ্ভুত প্রকৃতির যমজ শিশু জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ শিশুটিকে দেখতে বুটিয়াকান্দি গ্রামে গিয়ে ভিড় করে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/